Bank Holiday: অক্টোবরে মাত্র ১০ দিন খোলা থাকবে ব্যাঙ্ক! মাসের কোন দিনগুলিতে ব্যাঙ্কে যাবেন, জেনে নিন…

Bank Holiday list in October: রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারের ছুটি বাদ দিয়েও আগামী মাসে মোট ১৪ দিন ছুটি রয়েছে। অর্থাৎ এ মাসেও দেখা যাচ্ছে লম্বা ছুটি পাচ্ছেন ব্যাঙ্ককর্মীরা। শনি ও রবিবার মিলিয়ে  মোট ২১টি ছুটি পাবেন ব্যাঙ্ককর্মীরা।

Bank Holiday: অক্টোবরে মাত্র ১০ দিন খোলা থাকবে ব্যাঙ্ক! মাসের কোন দিনগুলিতে ব্যাঙ্কে যাবেন, জেনে নিন...
অক্টোবর মাসে ২১দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক। ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 15, 2021 | 1:18 PM

নয়া দিল্লি: সামনেই উৎসবের মরশুম। তাই ব্যাঙ্কের ছুটির তালিকাও দীর্ঘ হবে। হাতে মাত্র আর পাঁচদিন, তারপরই শুরু হবে নতুন মাস। পেনশন তুলতে বা কিস্তি জমা করতে ব্যাঙ্কে ছুটতে হবে আর কিছুদিনের মধ্যেই। তবে একাধিক উৎসব থাকায় অক্টোবর মাসে অর্ধেকের বেশি দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holiday)। তাই কোন কোন দিন ব্য়াঙ্কে গেলে হয়রানির শিকার হতে হবে না, জেনে নিন এখনই।

প্রতিমাসের মতোই অক্টোবর মাসেও ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) ক্যালেন্ডার অনুযায়ীই পরিচালিত হয় ভারতীয় ব্যাঙ্কগুলি। প্রতি মাসেই প্রত্যেক রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারও ছুটি থাকে। এছাড়াও  নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট আইনের অধীনে বিভিন্ন উৎসব-অনুষ্ঠানেও ব্য়াঙ্কের ছুটি থাকে।
রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারের ছুটি বাদ দিয়েও আগামী মাসে মোট ১৪ দিন ছুটি রয়েছে। অর্থাৎ এ মাসেও দেখা যাচ্ছে লম্বা ছুটি পাচ্ছেন ব্যাঙ্ককর্মীরা। শনি ও রবিবার মিলিয়ে  মোট ২১টি ছুটি পাবেন ব্যাঙ্ককর্মীরা। এই ছুটি গুলির মধ্যে একাধিক ছুটিগুলিই আবার উৎসবের জন্য। সুতরাং এই দিনগুলিতে গুরুত্বপূর্ণ কাজের জন্য ব্য়াঙ্কে না যাওয়াই শ্রেয়।  যদিও এরমধ্যে কয়েকটি ছুটি আবার রাজ্য়ভিত্তিক, সুতরাং সেই দিনগুলিতে আপনার ব্যাঙ্কের শাখা খোলা থাকতেও পারে।

এক নজরে দেখে নেওয়া যাক রিজার্ভ ব্যাঙ্কের প্রকাশিত অক্টোবর মাসের ছুটি তালিকা-

  •  ১ অক্টোবর– এই দিনটি অর্ধ বার্ষিকী ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লেজিংয়ের জন্য ছুটি দেওয়া হয়েছে। তবে এই ছুটিটি কেবল গ্যাংটকের জন্যই প্রযোজ্য।
  •  ২ অক্টোবর– জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে সমস্ত রাজ্যে গান্ধী জয়ন্তীর ছুটি দেওয়া হবে।
  •  ৩অক্টোবর– রবিবার থাকায় এই দিনটিতেও সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  •   ৬ অক্টোবর– মহালয়া উপলক্ষ্যে কলকাতা, আগরতলা ও বেঙ্গালুরুর সমস্ত ব্য়াঙ্ক বন্ধ থাকবে।
  • ৭ অক্টোবর– “মেরা চাওরেন হৌবা” উৎসব উপলক্ষে এই দিনটি ইম্ফলের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ৯ অক্টোবর– অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার পড়ায় এই দিনটি ব্যাঙ্ক বন্ধ থাকবে।

  • ১০ অক্টোবর– রবিবার হওয়ায় এই দিনটিও দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১২ অক্টোবর– দুর্গোৎসবের সূচনা হচ্ছে এই দিন থেকে। মহাসপ্তমী উপলক্ষ্যে এই দিনটি কলকাতা ও আগরতলার সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

  • ১৩ অক্টোবর– মহাষ্টমী উপলক্ষ্য়ে কলকাতা, আগরতলা, ভূবনেশ্বর, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফল, পটনা ও রাঁচীর সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

  • ১৪ অক্টোবর– মহা নবমী ও দশেরার সূচনা উপলক্ষ্য়ে কলকাতা, আগরতলা, বেঙ্গালুরু, চেন্নাই, গ্য়াংটক, গুয়াহাটি, কানপুর, কোচি, লখনউ, পটনা, রাঁচী, শিলং, শ্রীনগর ও তিরুবনন্তপুরমের সমস্ত সরকারি ও বেসরকারি ব্য়াঙ্ক বন্ধ থাকবে।

  • ১৫ অক্টোবর– বিজয়া দশমী, দশেরা উপলক্ষ্যে ইম্ফল ও শিমলার ব্যাঙ্ক বাদে বাকি সমস্ত রাজ্যের ব্যাঙ্ক বন্ধ থাকবে।

  • ১৬ অক্টোবর– গ্যাংটকে দুর্গাপুজো বা দাশাই উপলক্ষ্যে এই দিনটি গ্য়াংটকের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

  • ১৭ অক্টোবর– রবিবার হওয়ায় এই দিনটিও সমস্ত ব্যাঙ্ক খোলা থাকবে।

  • ১৮ অক্টোবর– কাটি বিহু উপলক্ষ্যে গুয়াহাটির ব্যাঙ্কগুলি এদিন বন্ধ থাকবে।

  •  ১৯ অক্টোবর– ইদ-ই-মিলাদ, ইদ-ই-মিলাদন্নাবি বা মিলাদ-ই-শরিফ উপলক্ষ্যে আহমেদাবাদ, বেলাপুর, ভোপাল, চেন্নাই, দেহরাদুন, হায়দরাবাদ, ইম্ফল, জম্মু, কানপুর, কোচি, লখনউ, মুম্বই, নাগপুর, নয়া দিল্লি, রায়পুর, রাঁচী, শ্রীনগর ও তিরুবনন্তপুরমের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২০ অক্টোবর– মহাঋষি বাল্মীকীর জন্মবার্ষিকী, লক্ষ্ণী পুজো, ইদ-ই-মিলাদ উপলক্ষ্যে কলকাতা, আগরতলা, বেঙ্গালুরু, চণ্ডীগঢ়, শিমলার ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২২ অক্টোবর– ইদ-ই-মিলাদ-উল-নবি উপলক্ষ্যে জম্মু ও শ্রীনগরে এই দিনটি ছুটি থাকবে।

  • ২৩ অক্টোবর– মাসের চতুর্থ শনিবার হওয়ায় এই দিনটি দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২৪ অক্টোবর– রবিবার উপলক্ষ্যে এই দিনটিও ছুটি থাকবে।
  • ২৬ অক্টোবর– ব্যাঙ্কের হিসাবপত্রের জন্য এই দিনটি জম্মু ও শ্রীনগরের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ৩১ অক্টোবর– মাসের শেষ রবিবার এটি। এই দিনটিও দেশের সমস্ত ব্য়াঙ্ক ছুটি থাকবে।

আরও পড়ুন: Today Gold Price: এক মাসে সোনার দাম কমল ১২০০ টাকা, জানুন আজ কত কমল হলুদ ধাতুর