Budget 2022: বাজেট প্রত্যাশা — আয়কর আইনের ৮০(সি) ধারায় ছাড় বেড়ে হোক ৩ লক্ষ

Budget 2022: এখন ৮০(সি) ধারায় দেড় লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় পাওয়া যায়। ৮ বছর ধরে এই সীমা এখানেই আটকে আছে।

| Edited By: | Updated on: Jan 27, 2022 | 3:43 PM

নিজের জীবনের গাড়িকে কোনওরকমে টেনে নিয়ে চলা রবি প্রকাশের মতো অসংখ্য মধ্যবিত্ত চাকরিজীবী আগামী বাজেটে সঞ্চয়ের উপরে আরও করছাড়ের প্রত্যাশায় উন্মুখ হয়ে আছেন। অন্তত আয়কর আইনের ৮০(সি) ধারায় ছাড়ের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করা হোক, সরকারের কাছে এমনই প্রত্যাশা তাঁদের। এখন ৮০(সি) ধারায় দেড় লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় পাওয়া যায়। ৮ বছর ধরে এই সীমা এখানেই আটকে আছে।

৮০(সি) ধারায় সর্বোচ্চ আয়কর ছাড়ের যে সীমা আছে তা একজন ব্যক্তি শুধুমাত্র বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা করলেই তা শেষ হয়ে যেতে পারে। ফলে তাঁদের ক্ষেত্রে সন্তানের স্কুলের ফি, হোম লোন, জীবন বিমা বা PPF-এর মতো করছাড়ের ইনস্ট্রুমেন্টের কোনও প্রয়োজনীয়তাই থাকে না। একজন মধ্যবিত্তের কাছে এটা খুবই হতাশাজনক।

Follow Us: