Air India Flight Offer: পরিবারের জন্য টিকিট কাটলে বাচ্চার টিকিট ফ্রি! উৎসবের মরশুমে বাম্পার অফার Air India-র

Festive Offer: যদি কোনও যাত্রী পরিবারকে নিয়ে বিদেশ ভ্রমণ করেন, তাহলে আন্তর্জাতিক বিমানে এক সন্তানের যাতায়াত হবে সম্পূর্ণ ফ্রি। এখানেই শেষ নয়, যেখানে আন্তর্জাতিক ফ্লাইটে টিকিট ভাড়া শুরু হয় কমপক্ষে ১৪-১৫ হাজার টাকা থেকে, সেখানেই এয়ার ইন্ডিয়ার বিশেষ অফারে নবজাতক ও শিশুদের টিকিট শুরু হচ্ছে মাত্র ১০০ টাকা থেকে! 

Air India Flight Offer: পরিবারের জন্য টিকিট কাটলে বাচ্চার টিকিট ফ্রি! উৎসবের মরশুমে বাম্পার অফার Air India-র
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Oct 16, 2025 | 7:51 AM

নয়া দিল্লি: বছর শেষে ভাবছেন বিদেশ ভ্রমণ করে আসবেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। এয়ার ইন্ডিয়া (Air India) দিচ্ছে ফ্লাইট টিকিটে বিশেষ অফার। মা-বাবার টিকিট কাটলে সন্তানের যাতায়াত হবে সম্পূর্ণ নিখরচায়। লাগবে না টিকিটের টাকা! 

উৎসবের মরশুমেই বিশেষ অফার এনেছে এয়ার ইন্ডিয়া। যদি কোনও যাত্রী পরিবারকে নিয়ে বিদেশ ভ্রমণ করেন, তাহলে আন্তর্জাতিক বিমানে এক সন্তানের যাতায়াত হবে সম্পূর্ণ ফ্রি। এখানেই শেষ নয়, যেখানে আন্তর্জাতিক ফ্লাইটে টিকিট ভাড়া শুরু হয় কমপক্ষে ১৪-১৫ হাজার টাকা থেকে, সেখানেই এয়ার ইন্ডিয়ার বিশেষ অফারে নবজাতক ও শিশুদের টিকিট শুরু হচ্ছে মাত্র ১০০ টাকা থেকে!

এটা সীমিত সময়ের অফার। যাত্রীরা ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে এই অফারে টিকিট কাটতে পারবেন। যাত্রীরা ২০ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত এই টিকিটে বিদেশ ভ্রমণ করতে যেতে পারবেন। এই অফার শুধুমাত্র এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক ফ্লাইটেই পাওয়া যাবে। ‘ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ’ ভিত্তিতেই টিকিট বিক্রি করা হবে।

রিফান্ড ও চেঞ্জ-

হঠাৎ পরিকল্পনা বদল হলে, অনেক ক্ষেত্রেই টিকিটের দাম রিফান্ড পাওয়া যায় না। তবে এয়ার ইন্ডিয়া আশ্বস্ত করেছে যে এই অফারে টিকিটের ভাড়া রিফান্ড পাওয়া যাবে। তবে কোনও যাত্রী যদি টিকিট ক্যানসেল করেন, তাহলে শুধুমাত্র স্ট্যাচুটারি ট্যাক্স রিফান্ড পাওয়া যাবে। যদি কেউ ভ্রমণের তারিখ বদলাতে চান, তাহলে চেঞ্জ ফি এবং পরিবর্তিত দিনে টিকিটের যদি অতিরিক্ত ভাড়া থাকে, তা দিতে হবে। গ্রুপ বুকিং বা শুধুমাত্র শিশুর জন্য বুকিং করলে এই অফার পাওয়া যাবে না। এয়ারলাইন্স চাইলেই এই অফার তুলে নিতে পারে।