Budget 2022: কখন, কোথায় দেখবেন বাজেটের সরাসরি সম্প্রচার? জানুন

Budget 2022: কোভিড পরিস্থিতিতে প্রভাব পড়েছে একাধিক সেক্টরে। তাই এবার বাজেটে সাধারণ মানুষের ব্যাপক প্রত্যাশা রয়েছে মোদী সরকারের কাছে।

| Edited By: | Updated on: Jan 31, 2022 | 8:59 PM
আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ইতিমধ্যেই দিল্লিতে শুরু হয়েছে সেই প্রস্তুতি। দ্বিতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট এটি। কোভিড পরিস্থিতিতে দেশের অর্থনীতির ওপর ব্যাপক প্রভাব পড়েছে। কোন পথে ঘুরে দাঁড়ানো সম্ভব সেই দিশা এবারের বাজেটে দেখা যাবে বলে প্রত্যাশা রয়েছে। কৃষি থেকে স্বাস্থ্য সব ক্ষেত্রেই রয়েছে একাধিক প্রত্যাশা। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ চতুর্থবার বাজেট পেশ করবেন এবার।

আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ইতিমধ্যেই দিল্লিতে শুরু হয়েছে সেই প্রস্তুতি। দ্বিতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট এটি। কোভিড পরিস্থিতিতে দেশের অর্থনীতির ওপর ব্যাপক প্রভাব পড়েছে। কোন পথে ঘুরে দাঁড়ানো সম্ভব সেই দিশা এবারের বাজেটে দেখা যাবে বলে প্রত্যাশা রয়েছে। কৃষি থেকে স্বাস্থ্য সব ক্ষেত্রেই রয়েছে একাধিক প্রত্যাশা। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ চতুর্থবার বাজেট পেশ করবেন এবার।

1 / 5
১ ফেব্রুয়ারি যখন অর্থমন্ত্রী সেই বাজেট পেশ করবেন, তখন তার সরাসরি সম্প্রচার দেখা যাবে লোকসভা টিভিতে। পাশাপাশি লোকসভা টিভির ইউটিউব চ্যানেলেও দেখা যাবে সেই সম্প্রচার। আপডেট পাওয়া যাবে টুইটারে। সকাল ১১ টা থেকে বাজেট পেশ শুরু হবে। ৯০ থেকে ১২০ মিনিট ধরে বাজেট পেশ করা হবে বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে।

১ ফেব্রুয়ারি যখন অর্থমন্ত্রী সেই বাজেট পেশ করবেন, তখন তার সরাসরি সম্প্রচার দেখা যাবে লোকসভা টিভিতে। পাশাপাশি লোকসভা টিভির ইউটিউব চ্যানেলেও দেখা যাবে সেই সম্প্রচার। আপডেট পাওয়া যাবে টুইটারে। সকাল ১১ টা থেকে বাজেট পেশ শুরু হবে। ৯০ থেকে ১২০ মিনিট ধরে বাজেট পেশ করা হবে বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে।

2 / 5
২০২০ সালে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট বক্তৃতা ছিল দীর্ঘতম। স্বাধীনতার পর সেটাই ছিল দীর্ঘতম বাজেট বক্তৃতা। ২ ঘণ্টা ৪০ মিনিট ধরে বাজেট পেশ করেছিলেন তিনি। তারপরও শেষ দুটি পাতা পড়তে পারেননি সীতারমণ।

২০২০ সালে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট বক্তৃতা ছিল দীর্ঘতম। স্বাধীনতার পর সেটাই ছিল দীর্ঘতম বাজেট বক্তৃতা। ২ ঘণ্টা ৪০ মিনিট ধরে বাজেট পেশ করেছিলেন তিনি। তারপরও শেষ দুটি পাতা পড়তে পারেননি সীতারমণ।

3 / 5
বিভিন্ন ক্ষেত্রে একাধিক প্রত্যাশা রয়েছে এবারের বাজেটে। মনে করা হচ্ছে, বেতনভুক কর্মী ও ব্যবসায়ীরা এবার বাজেটে বিশেষ লাভবান হবেন। করছাড়ের পরিমান আরও বাড়বে বলেও প্রত্যাশা করা হচ্ছে। সব মিলিয়ে অর্থনীতি যাতে দ্রুত ঘরে দাঁড়াতে পারে, তেমন কিছই ঘোষণা হবে বলে আশা রয়েছে।

বিভিন্ন ক্ষেত্রে একাধিক প্রত্যাশা রয়েছে এবারের বাজেটে। মনে করা হচ্ছে, বেতনভুক কর্মী ও ব্যবসায়ীরা এবার বাজেটে বিশেষ লাভবান হবেন। করছাড়ের পরিমান আরও বাড়বে বলেও প্রত্যাশা করা হচ্ছে। সব মিলিয়ে অর্থনীতি যাতে দ্রুত ঘরে দাঁড়াতে পারে, তেমন কিছই ঘোষণা হবে বলে আশা রয়েছে।

4 / 5
এই বাজেটে কৃষকদের জন্যে বড়সড় ‘উপহার’ থাকতে পারে বলেও মনে করছেন কেউ কেউ। বিশেষ করে পিএম কিষাণ যোজনার সুবিধা যাঁরা পান, তাঁদের জন্যেও বিশেষ ঘোষণা হতে পারে। এবারের বাজেটে এই যোজনায় কৃষকদের আর্থিক সুবিধার পরিমান বাড়াতে পারে সরকার। এই যোজনার মাধ্যমে কৃষকদের বছরে ছ হাজার টাকা দেওয়া হয়ে থাকে। তা বাড়িয়ে আট হাজার টাকা করা হতে পারে।

এই বাজেটে কৃষকদের জন্যে বড়সড় ‘উপহার’ থাকতে পারে বলেও মনে করছেন কেউ কেউ। বিশেষ করে পিএম কিষাণ যোজনার সুবিধা যাঁরা পান, তাঁদের জন্যেও বিশেষ ঘোষণা হতে পারে। এবারের বাজেটে এই যোজনায় কৃষকদের আর্থিক সুবিধার পরিমান বাড়াতে পারে সরকার। এই যোজনার মাধ্যমে কৃষকদের বছরে ছ হাজার টাকা দেওয়া হয়ে থাকে। তা বাড়িয়ে আট হাজার টাকা করা হতে পারে।

5 / 5
Follow Us: