
বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ, এই নিয়ে তো আমরা ছোটবেলায় অনেক লেখা লিখেছি। কিন্তু বর্তমানে আমাদের ভাবার একটা জায়গা রয়েছে। সেটা হল ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড যে সঠিক ভাবে ব্যবহার করে তার জন্য ভাল। আর কেউ যদি সঠিক ভাবে ব্যবহার না করে, তার জন্য চরমতম খারাপ জিনিস এই ক্রেডিট কার্ড।
ক্রেডিট কার্ড নিয়ে সাধারণ মধ্যবিত্তের কাছে একটা ভীতির পরিবেশ তৈরি হয়। তার কারণ, ক্রেডিট কার্ডে একদিন বিল দিতে দেরি হলেই গুণতে হয় মোটা টাকা লেট ফি। এ ছাড়াও হুড়মুড়িয়ে কমে আপনার ক্রেডিট স্কোর। কিন্তু এবার যেন সেই সমস্যার কিছুটা হলেও সমাধান করতে চলেছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। এই লেট ফি সংক্রান্ত নিয়মে কিছুটা হলেও বদল নিয়ে আসবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জারি হয়েছে এমনই নির্দেশিকা। ব্যাঙ্ক লেট ফি ধার্য করবে অবশ্যই। তবে, সেই লেট ফি হবে সীমিত, স্বচ্ছ ও নিয়মনীতি মেনে।
নতুন এই নিয়মে বিলে থাকা তারিখের পর ৩ দিন গ্রেস পিরিয়ড থাকবে। আর সেই সময়সীমার মধ্যে বিল পেমেন্ট করলে কোনও আলাদা লেট ফি দিতে হবে না। তা ছাড়াও যে পরিমাণ টাকা বকেয়া থাকবে, সেই অনুযায়ী লেট ফি ধার্য করা হবে। এ ছাড়াও বলা হয়েছে নিয়মে কোনও বদল এলে ব্যাঙ্কগুলোকে অন্তত ১ মাস আগে থেকে নোটিস দিয়ে জানাতে হবে। এ ছাড়াও অনলাইন লেনদেনের নিরাপত্তা বাড়াতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন এই বদলগুলোর মাধ্যমে ক্রেডিট কার্ড গ্রাহকদের অপ্রয়োজনীয় ফি ও জরিমানা থেকে মুক্ত করাই উদ্দেশ্য রিজার্ভ ব্যাঙ্কের। এ ছাড়াও এই নিয়ম ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের মধ্যে সময়মতো পেমেন্টের অভ্যাসও গড়ে তুলবে।