EPFO: বেসরকারি চাকরি করেন? এই বছরে আপনি পেতে পারেন প্রায় ৫০ হাজার টাকা!
Employees' Provident Fund Organisation: সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হলে এটা বেসরকারি কর্মীদের জন্য হবে একটা দারুণ সিদ্ধান্ত। এর আগে অর্থাৎ, ২০২৪-২৫ অর্থ বছরে সরকার ৮.২৫ শতাংশ সুদ দিয়েছিল। যা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন গ্রাহকরা। তবে চলতি অর্থ বছরে ৮.৭৫ শতাংশ সুদ দিতে পারে সরকার, মনে করা হচ্ছে এমনই।

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যাঁদের অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের জন্য রয়েছে একটা বিরাট খবর। ২০২৫-২৬ অর্থ বছরে কত সুদ পাওয়া যাবে তা নিয়ে এখন আলোচনা তুঙ্গে। তবে সূত্র বলছে এই বছর ৮.২৫ শতাংশকে বাড়িয়ে সরকার ৮.৭৫ শতাংশ সুদ দিতে পারে। আর যদি এই খবর সত্যি হয় তাহলে ৮ কোটি বেসরকারি কর্মী উপকৃত হবেন।
সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হলে এটা বেসরকারি কর্মীদের জন্য হবে একটা দারুণ সিদ্ধান্ত। এর আগে অর্থাৎ, ২০২৪-২৫ অর্থ বছরে সরকার ৮.২৫ শতাংশ সুদ দিয়েছিল। যা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন গ্রাহকরা। তবে চলতি অর্থ বছরে ৮.৭৫ শতাংশ সুদ দিতে পারে সরকার, মনে করা হচ্ছে এমনই। এখনও এই বিষয়ে কিছু জানা না গেলেও, জানুয়ারিতে এই বিষয়ে ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল।
যদি আপনার প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকা থাকে তাহলে আপনি সুদ হিসাবে পাবেন প্রায় ৪২ হাজার টাকা। একই ভাবে ৮.৭৫ শতাংশ সুদের হাতে ৬ লক্ষ টাকা থাকলে আপনি পাবেন ৫০ হাজার টাকা।
আপনার পিএফ ব্যালেন্স কীভাবে দেখবেন?
সুদ বাড়ছে। কিন্তু আপনার পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স কীভাবে চেক করবেন আপনি? খুব সহজে কিন্তু আপনি আপনার পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারেন।
- মিসড কলের মাধ্যমে: আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ৯৯৬৬০৪৪৪২৫ নম্বরে একটি মিসড কল দিন। সঙ্গে সঙ্গে একটি টেক্সট মেসেজের মাধ্যমে আপনার শেষ কন্ট্রিবিউশন এবং বর্তমান ব্যালেন্সের তথ্য চলে আসবে। এই পদ্ধতিতে আপনার কোনও খরচ হবে না।
- টেক্সট মেসেজের মাধ্যমে: রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে “EPFOHO UAN” লিখে পাঠান। আপনি আপনার নিজের ভাষাতেও তথ্য পেতে পারেন।
পরবর্তী পদক্ষেপ কী?
প্রায় ৮ কোটি কর্মচারী অধীর আগ্রহে কেন্দ্রীয় সরকারের এই সুদ ঘোষণার জন্য অপেক্ষা করছেন। একবার সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ এবং অর্থ মন্ত্রকের অনুমোদন এলেই, EPFO দ্রুত অ্যাকাউন্টগুলিতে সুদের টাকা জমা করার প্রক্রিয়া শুরু করবে। এটি হবে বেতনভুক কর্মীদের জন্য অবসরকালীন সঞ্চয়ে এক বড় স্বস্তি ও নিশ্চয়তা।
