সোনার দাম কমল, খুশি ক্রেতা থেকে বিক্রেতা

আগামী দিনেও কমতে পারে হলুদ ধাতুর দাম। তাই কিছুটা সোনা (Gold) সময় থাকতে সঞ্চয় করে রাখতে পারেন জনতা।

সোনার দাম কমল, খুশি ক্রেতা থেকে বিক্রেতা
ফাইল ছবি
Follow Us:
| Updated on: May 28, 2021 | 6:37 PM

কলকাতা: বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন। এবার তাঁদের কথাই মিলে গেল। টানা দুদিন ধরে কমল সোনার দাম (Gold price)। এতে স্বাভাবিক ভাবেই খুশি ক্রেতা বিক্রেতা সকলে। খুচরো ব্যবসায়ীরা জানিয়েছিলেন লকডাউনের কারণে সোনার চাহিদা কমেছে। তবে দাম কিছু কমে যাওয়ায় সোনার বিক্রি বাড়বে বলেই মনে করছে বিক্রেতারা।

কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৮ হাজার ১৭০ টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৫০ হাজার ৭৫০ টাকা। গত কয়েকদিন ধরে সোনার দাম ঊর্ধ্বমুখী। সাধারণ মানুষের হাতের বাইরে সোনার দাম। তাই দুদিন হলুদ ধাতুর দাম কমার কারণে কিছুটা স্বস্তি সাধারণ মানুষের।

বিশেষজ্ঞদের মতে, আগামী দিনেও কমতে পারে হলুদ ধাতুর দাম। তাই কিছুটা সোনা সময় থাকতে সঞ্চয় করে রাখতে পারেন জনতা। তবে রুপোর দাম গতকালের তুলনায় বেড়েছে। ১ কেজি রুপোর দাম হয়েছে ৭২ হাজার টাকা।

বাণিজ্য নগরী মুম্বইয়ে ২২ ক্যারেটে সোনার দাম ৪৬ হাজার ৪৯০ টাকা এবং ২৪ ক্যারেটে দাম ৪৭ হাজার ৪৯০ টাকা। রাজধানী দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬ হাজার ৭০০ টাকা, ২৪ ক্যারেটে দাম হয়েছে ৫০ হাজার ৭০০ টাকা। চেন্নাইয়ে ২২ ক্যারেট সোনার দাম ৪৫ হাজার টাকা ৯৮০ টাকা। ২৪ ক্যারেটের দাম ৫০ হাজার ১৬০ টাকা।