কলকাতা: নেটফ্লিক্স ছিলই, এবার তালিকায় অ্যামাজন প্রাইম। এসেছে জিও-র নতুন বার্ষিক প্ল্যান। যেখানে বিনামূল্য পাওয়া যাচ্ছে অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন। ৩২২৭ টাকার বার্ষিক প্রিপেড প্ল্যানে রিচার্জ করলেই মিলছে এই পরিষেবা। সারা বছর ফ্রিতে দেখা যাবে অ্য়ামাজন প্রাইমের মোবাইল সংস্করণ। রিলায়েন্স জিও-র এই নতুন ৩৬৫ দিনের বার্ষিক প্রিপেড প্ল্যানে প্রতিদিন ২ জিবি করে ডেটা পাওয়া যাবে বলেও সংস্থার তরফে জানানো হয়েছে। অর্থাৎ বছরের হিসাবে একজন প্রত্যহ ৭৩০ জিবি ডেটা পাবেন।
একইসঙ্গে এই প্ল্যানে অন্যান্য প্ল্যানগুলির যাবতীয় সুবিধা পাওয়া যাবে বলে জানানো হয়েছে কোনও নির্দিষ্ট লিমিট ছাড়াই মিলবে ভয়েস কল, প্রত্যহ মিলবে একশোটি ফ্রি এসএমএস। একইসঙ্গে JioCloud, JioTV-র বিনামূল্যের অ্যাক্সেসের পাশাপাশি জিও সিনেমার জন্য দেওয়া হবে না কোনও অতিরিক্ত টাকা।
তবে যারা Sony Liv, Zee5, বা Disney+Hotstar পছন্দ করেন তাদের জন্য এই টেলিকম জায়ান্টের তরফে আনা হয়েছে তিনটি আলাদা আলাদা প্ল্যান। তালিকায় রয়েছে ৩২২৬, ৩২২৫ ও ৩১৭৮ টাকার বার্ষিক প্ল্যান। কোনও গ্রাহক চাইলে জিও-র বার্ষিক প্ল্য়ানে এই ওটিটিগুলিকেও বেছে নিতে পারেন। প্রসঙ্গত, সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মগুলির চাহিদা অনেকটাই বেড়েছে গোটা দেশে। অ্যামাজন প্রাইম থেকে নেটফ্লিক্স, হটস্টর, জি ফাইভ, সব জায়গাতেই প্রায়শই রিলিজ হচ্ছে একাধিক নিত্যনতুন ওয়েব সিরিজ। যা নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনাও রয়েছে তুঙ্গে।
দর্শকদের এই চাহিদাকে মাথায় রেখে জিও ফাইভার থেকে এয়ারটেল এক্সট্রিম এমনকী লোকাল বিভিন্ন ব্রন্ডব্যান্ড প্ল্যানের সঙ্গে দেওয়া হচ্ছে বিনামূল্যের ওটিটি সাবস্ক্রিপশন। বিভিন্ন প্ল্যানের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন দাম। এবার সেই ইঁদুর দৌড়ে নাম লিখিয়েছে টেলিকম সংস্থাগুলিও। সম্প্রতি জিও দুটি নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে। যেখানে ফ্রিতে দেখা যাচ্ছে নেটফ্লিক্স।