Interest Rates on FDs: ফিক্সড ডিপোজিটে ৭.৩০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক

Interest Rates on FDs: স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ২৫ নভেম্বর থেকে এই নয়া সুদের হার কার্যকর হয়েছে।

Interest Rates on FDs: ফিক্সড ডিপোজিটে ৭.৩০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Nov 26, 2022 | 8:00 AM

২ কোটি টাকার নীচে স্থায়ী আমানতে সুদের হার বাড়াল ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Union Bank of India)। ২৫ নভেম্বর থেকে এই নয়া সুদের হার কার্যকর হয়েছে। ব্যাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী, ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদের আমানতে ৩ শতাংশ থেকে ৬.৭০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। আর ৮০০ দিনের মেয়াদের আমানতে এই ব্য়াঙ্ক সর্বোচ্চ ৭.৩০ শতাংশ পর্যন্ত দিচ্ছে সুদ।

এক নজরে দেখে নিন এই ব্যাঙ্কের ২ কোটি টাকার আমানতের নীচে বিভিন্ন মেয়াদের আমানতে সুদের হার:

৭ দিন থেকে ২৫ দিনের মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৩ শতাংশ

৪৬ দিন থেকে ৯০ দিনের মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৪.০৫ শতাংশ

৯১ দিন থেকে ১২০ দিনের মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৪.৩০ শতাংশ

১২১ দিন থেকে ১৮০ দিনের মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৪.৪০ শতাংশ

১৮১ দিন থেকে ১ বছরের মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৫.২৫ শতাংশ

১ বছর থেকে ৫৯৮ দিনের মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৬.৩০ শতাংশ

৫৯৯ দিনের মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৭ শতাংশ

৬০০ দিন থেকে ৬৯৯ দিনের মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৬.৩০ শতাংশ

৭০০ দিনের মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৭.২৫ শতাংশ

৭০০ দিন থেকে ৭৯৯ দিনের মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৬.৩০ শতাংশ

৮০০ দিনের মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৭.৩০ শতাংশ

৮০১ দিন থেকে ৩ বছরের কম মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৬.৩০ শতাংশ

৩ বছরের মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৭.৩০ শতাংশ

৩ বছর থেকে ১০ বছরের মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৬.৭০ শতাংশ

উল্লেখ্য, ৫ কোটি টাকার নীচে সব মেয়াদের আমানতে অতিরিক্ত ০.৫০ শতাংশ সুদ পাবেন প্রবীণ নাগরিকেরা।