
সোমবার, ৩ নভেম্বর, সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, ভোডাফোন আইডিয়ার বকেয়া অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ বা AGR সম্পূর্ণভাবে পুনর্বিবেচনা করতে পারবে কেন্দ্রীয় সরকার। এতদিন এই পুনর্বিবেচনা শুধুমাত্র অতিরিক্ত বকেয়ার উপর সীমাবদ্ধ ছিল। আর আদালতের এই নির্দেশে বিরাট স্বস্তিতে ঋণে জর্জরিত এই টেলিকম সংস্থা। বিআর গাভাইয়ের ডিভিশন বেঞ্চের এই রায় ভোডাফোনকে নতুন করে আশার আলো দেখিয়েছে।
ভোডাফোনের মোট অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ বাবদ বকেয়া প্রায় ৮৩ হাজার ৫০০ কোটি টাকা। এই বিপুল ঋণের কারণেই নতুন করে অর্থ সংগ্রহ করা প্রায় অসম্ভব হয়ে উঠছিল সংস্থাটির কাছে। এর মধ্যে শুধুমাত্র অতিরিক্ত বকেয়া ছিল প্রায় ৯ হাজার ৪৫০ কোটি টাকা। সুপ্রিম কোর্ট এখন কেন্দ্রকে এই সমস্ত বকেয়া এবং তার সঙ্গে যুক্ত সুদ-জরিমানা পর্যালোচনা করার স্বাধীনতা দিয়েছে। ফলে, এই বিষয়টি এখন আইনি জটিলতা নয়, সরকারের নীতিগত সিদ্ধান্তের উপর নির্ভরশীল।
বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে ভোডাফোনের দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রায় ২৫ হাজার কোটি টাকা ব্যাঙ্ক ঋণ পাওয়ার পথ খুলে যাবে। পাশাপাশি, এই স্বস্তির খবরে সংস্থার শেয়ারের দামও বাড়ছে হু হু করে। তবে ভোডাফোন আইডিয়া এখনও লস মেকিং কোম্পানি। ফলে, এই সংস্থার শেয়ারের দামের অনেক বৃদ্ধি এখনই আশা করা উচিত হয়, বলছেন বিশেষজ্ঞরা। সংস্থা বকেয়া ঋণ মিটিয়ে ঘুরে দাঁড়াতে পারলে তা বিনিয়োগকারীদের জন্যও একটা দারুণ খবর হবে।
সবকিছুর পরও, ভোডাফোনের কাঁধে এখনও রয়েছে ঋণের ভার। আগামী বছর মার্চ মাসের মধ্যে প্রায় ১৮ হাজার কোটি টাকার অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউয়ের কিস্তি পরিশোধ করার কথা তাদের। সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে এখন সরকারের হাতে ক্ষমতা। আর সরকারে এই নীতিগত সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে রয়েছে গ্রাহক থেকে বিনিয়োগকারীরা। যদি দ্রুত এই বোঝা নামানো সম্ভব হয়, তাহলে ভারতের টেলিকম বাজারে ভোডাফোন আবারও তার অবস্থান শক্ত করতে সক্ষম হবে। আর এতে বাজারে মনোপলি কমবে। আর লাভবান হবে আমার-আপনার মতো গ্রাহকরাই।