AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Corporate Job ছেড়ে আয়ার কাজ! কেন এমন সিদ্ধান্ত নিচ্ছে Gen-Z?

Gen Z, Corporate Jobs: এক সংবাদসংস্থার তথ্য অনুযায়ী কলোরাডোর ২৮ বছর বয়সী ক্যাসিডি ও’হ্যাগান আগের কর্পোরেট চাকরি ছেড়ে বেছে নিয়েছেন বর্তমান কাজ। কী করেন তিনি? বর্তমানে তিনি ২ লক্ষ ৫০ হাজার ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ৩৩ লক্ষ টাকা বার্ষিক বেতনের কাজ করেন। আসলে তিনি একটি বিলিয়নেয়ার পরিবারের আয়া হিসেবে কাজ করেন।

Corporate Job ছেড়ে আয়ার কাজ! কেন এমন সিদ্ধান্ত নিচ্ছে Gen-Z?
এ কোন কাজ করতে চাইছে জেন জি?Image Credit: Getty Images
| Updated on: Nov 17, 2025 | 12:02 PM
Share

কর্পোরেট চাকরিতে ক্লান্ত হয়ে পড়ছেন মানুষ। আর সেই কারণেই কর্পোরেট চাকরি ছাড়ছেন অনেকেই। তাহলে কী করছেন মানুষ? আসলে হঠাৎই একটা ট্রেন্ড দেখা গিয়েছে। যদিও সেটা আমাদের দেশে নয়, বিশেষত আমেরিকায়। এক সংবাদসংস্থার তথ্য অনুযায়ী কলোরাডোর ২৮ বছর বয়সী ক্যাসিডি ও’হ্যাগান আগের কর্পোরেট চাকরি ছেড়ে বেছে নিয়েছেন বর্তমান কাজ। কী করেন তিনি?

ক্যাসিডি ও’হ্যাগান বর্তমানে ২ লক্ষ ৫০ হাজার ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ৩৩ লক্ষ টাকা বার্ষিক বেতনের কাজ করেন। আসলে তিনি একটি বিলিয়নেয়ার পরিবারের আয়া হিসেবে কাজ করেন। আর এই কাজ করে একেবারেই বদলে গিয়েছে তাঁর জীবন। এখন তিনি বিশ্বভ্রমণ করেন প্রাইভেট জেটে। অ্যাসপেন থেকে হ্যাম্পটন্স, দুবাই, মালদ্বীপ, ভারত; কোথায় ঘুরতে যাননি তিনি?

সুযোগ-সুবিধা কি কর্পোরেটের চেয়েও বেশি?

ও’হ্যাগান আগে হেলথকেয়ার সেলসে কাজ করতেন। তাঁর বছরে উপার্জন ছিল ৬৫ হাজার ডলার। অর্থাৎ, ভারতীয় মুদ্রায় যা ৫৭ লক্ষ ৬৫ হাজার টাকার কাছাকাছি। কিন্তু কয়েক মাসের মধ্যেই তিনি ক্লান্ত হয়ে চাকরি ছাড়েন। বিজনেস ইনসাইডারকে জানান তিনি, তাঁর অর্থোপেডিক মেডিকেল সেলসের কাজ তাঁর বর্তমান কাজের সুযোগ সুবিধার সঙ্গে পাল্লা দিতে পারত না। এখন তিনি স্বাস্থ্যবীমা পান। অবসর নিলে তিনি পাবেন ৪ লক্ষ ডলারের বিরাট ভাতা। এ ছাড়াও ব্যক্তিগত শেফের রান্না করা খাবার আর কাজের জন্য বিশেষ পোশাক পান।

ধনীদের চাহিদা, চাকরির বাজারের চাপ

সেলিব্রিটি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ব্রায়ান ড্যানিয়েল বলছেন, ধনী পরিবারগুলিতে এমন ব্যক্তিগত কর্মীদের চাহিদা এখন আকাশছোঁয়া। ২০০০ সালে যেখানে বিশ্বে বিলিয়নেয়ার ছিলেন মাত্র ৩২২ জন, এখন সেই সংখ্যা হয়ে দাঁড়িয়েছে ৩ হাজারেরও বেশি। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই প্রায় ১ হাজার এমন কর্মী নিয়োগের জন্য আলাদা সংস্থা রয়েছে। ড্যানিয়েল বলছেন, এই চাকরিতে কর্মীদের বাসস্থান, গাড়ি এবং অবসরের পরিকল্পনাও দেওয়া হচ্ছে।

কিন্তু এই কাজ সহজ নয়। এই ক্ষেত্রে প্রচুর শক্তি, নমনীয়তা আর গোপনীয়তা প্রয়োজন। ও’হ্যাগান নিজেও স্বীকার করেন, ছুটির দিনে পরিবারের থেকে দূরে থাকতে হয়। তবে, আর্থিক স্থিতিশীলতা ও ব্যক্তিগত সংযোগের জন্য বহু জেন জি এখন গতানুগতিক পেশার বাইরে নতুন পথ খুঁজছেন। যেখানে বার্ষিক ৬ লক্ষ ডলার উপার্জনকে আর্থিক সাফল্যের মাপকাঠি হিসেবে দেখা হচ্ছে। আর নতুন এই ট্রেন্ড কর্পোরেট দুনিয়াকে চ্যালেঞ্জ জানাচ্ছে।