হোম আইসোলেশনে করোনার চিকিৎসা করালে কি বীমার টাকা পাবেন?

অনেক ক্ষেত্রেই হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না।তাই বাড়িতেই চিকিৎসা করাতে হচ্ছে। তাই বীমার (Health Insurance) বিষয়টা জেনে নেওয়া জরুরি।

হোম আইসোলেশনে করোনার চিকিৎসা করালে কি বীমার টাকা পাবেন?
বাড়িতে চিকিৎসা করালেও মিলবে টাকা
Follow Us:
| Updated on: Apr 27, 2021 | 10:56 PM

করোনার দ্বিতীয় ঢেউয়ের (Second Wave) ধাক্কায় বেসামাল গোটা দেশ। প্রত্যেক দিন লক্ষাধিক মানুষ সংক্রামিত হচ্ছে। চিকিৎসকেরা বারবার বলছেন বেশি অসুস্থ বোধ করলে তবেই হাসপাতালে ভর্তি হতে। কারণ এই বিপুল জনসংখ্যার দেশে সব আক্রান্তকে হাসপাতালের বেড বা অন্যান্য পরিষেবা দেওয়া সম্ভব নয়। অনেকেই তাই বাড়িতে থেকেই চিকিৎসা (Home isolation) করাচ্ছেন। কিন্তু, সে ক্ষেত্রে কী তাঁরা বীমার (Health Insurance) টাকা পাবেন? প্রশ্ন থাকছে অনেকের মনেই।

হোম আইসোলেশনে করোনার বীমা:

বাড়িতে চিকিৎসার ক্ষেত্রে সব বীমার প্ল্যানে টাকা পাওয়া যায় না। তবে সুখবর হল এটাই যে করোনার জন্য যে বিশেষ বীমা রয়েছে, তাতে বেশির ভাগ ক্ষেত্রেই হোম আইসোলেশনেও টাকা পাওয়া যাচ্ছে। ‘করোনা কবচ’ বা ‘করোনা রক্ষক’-এর মতো প্ল্যানের ক্ষেত্রে বাড়িতে চিকিৎসার টাকাও পাওয়া যাচ্ছে।

আইসিআইসিআই লম্বার্ড জেনারেল ইনসিওরেন্সের কর্ণধার সঞ্জয় দত্ত জানিয়েছেন, বাড়িতে চিকিৎসার জন্য বীমার টাকার দাবি জানানো হচ্ছে বেশির ভাগ ক্ষেত্রেই। তবে পুরনো পলিসির ক্ষেত্রে অনেক সময় এই টাকা পাওয়া যাচ্ছে না, তবে নতুন পলিসির ক্ষেত্রে টাকা পাওয়া যাচ্ছে।

কোন কোন চিকিৎসার টাকা পাওয়া যাচ্ছে?

করোনার হোম কেয়ার প্যাকেজের মধ্যে রয়েছে ওষুধের খরচ, চিকিৎসকের ফি, সিটি স্ক্যান, এক্স রে ও অন্যান্য পরীক্ষার টাকা। যদিও গ্রাহক করোনা পজিটিভ হয়ে বাড়িতে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেন, তাহলে অবিলম্বে বীমা সংস্থাকে সে কথা জানাতে হবে।

আরও পড়ুন: করোনা পরিস্থিতি নিয়ে দিল্লিতে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

কী নথি লাগবে?

বাড়িতে চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য কিছু নথি জমা দিতে হবে। রোগীকে করোনা পরীক্ষার রিপোর্ট দিতে হবে। আইসিএমআর অনুমোদিত ল্যাব থেকেই পরীক্ষা করাতে হবে। চিকিৎসকের প্রেসক্রিপশন জমা দিতে হবে। এছাড়া সংশ্লিষ্ট বীমার সংস্থার থেকে জেনে নিতে হবে, কী কী জমা নেওয়া হবে।