DRDO Recruitment 2022: চাকরির দারুণ সুযোগ দিচ্ছে DRDO, কীভাবে আবেদন করবেন, জেনে নিন…

DRDO Recruitment 2022: আবেদনকারীদের অবশ্যই ফার্স্ট ডিভিশনে বিটেক বা বিই স্নাতক হতে হবে এবং গেট বা নেট পরীক্ষায় পাশ করতে হবে। এছাড়াও যারা এমটেক করেছেন এবং বিটেক বা বিই-তে ফার্স্ট ডিভিশনে পাশ করেছেন, তারাও আবেদন করতে পারবেন।

DRDO Recruitment 2022: চাকরির দারুণ সুযোগ দিচ্ছে DRDO, কীভাবে আবেদন করবেন, জেনে নিন...
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: May 09, 2022 | 7:00 AM

নয়া দিল্লি: মন্দার বাজারে সবথেকে বেশি চাহিদা সরকারি চাকরির। ভবিষ্যৎ জীবনকে সুরক্ষিত করতে সকলেরই প্রথম পছন্দ হয় সরকারি চাকরি। কিন্তু সেই চাকরির সঠিক খোঁজ মেলে কোথায়? যদি আপনিও কেন্দ্রীয় সরকারি চাকরির খোঁজে রয়েছেন, তবে আপনার সামনে রয়েছে সুবর্ণ সুযোগ। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ওর্গানাইজেশনে চলছে নিয়োগ। পার্সোনাল ট্যালেন্ট ম্যানেজমেন্টের অধীনে চলছে এই নিয়োগ। জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য সরাসরি ডিআরডিও-র অফিশিয়াল ওয়েবসাইট  drdo.gov.in – থেকে আবেদনপত্র পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ যে তথ্যগুলি জেনে রাখা প্রয়োজন-

আগ্রহী প্রার্থীদের মধ্যে যারা নির্বাচিত হবেন, তাদের নয়া দিল্লির ডিআরডিও অফিসে নিয়োগ করা হবে।

বেতন- এই পদের জন্য মাসিক ৩১ হাজার টাকা বেতন দেওয়া হবে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী যাবতীয় সুযোগ সুবিধা ও এইচআরএ অনুযায়ী অতিরিক্ত ভাতা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা-

আবেদনকারীদের অবশ্যই ফার্স্ট ডিভিশনে বিটেক বা বিই স্নাতক হতে হবে এবং গেট বা নেট পরীক্ষায় পাশ করতে হবে। এছাড়াও যারা এমটেক করেছেন এবং বিটেক বা বিই-তে ফার্স্ট ডিভিশনে পাশ করেছেন, তারাও আবেদন করতে পারবেন।

কোন কোন বিষয়ে স্নাতকরা আবেদন করতে পারবেন-
১. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি
২. কম্পিউটার সায়েন্স অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি
৩. কম্পিউটার সায়েন্স অ্যান্ড/টেকনোলজি অ্য়ান্ড ইনফোমেটিক্স ইঞ্জিনিয়ারিং
৪. কম্পিউটার সায়েন্স অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং
৫. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি

৬.ইনফরমেশন টেকনোলজি

৭. কম্পিউটার সায়েন্স/ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি
৮. সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি

৯. ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি

১০. কম্পিউটার অ্যান্ড কমিউনেকশন ইঞ্জিনিয়ারিং
১১. কম্পিউটাক নেটওয়ার্কিং

বয়সসীমা-

আবেদনকারীকে অবশ্য়ই ২৮ বছরের কম বয়সী হতে হবে।

বাছাইয়ের পদ্ধতি-

সম্পূর্ণরূপে সরকারি নিয়মে যাবতীয় তথ্য ও আসল সার্টিফিকেট যাচাইয়ের মাধ্যমে করা হবে। যদি আবেদন পত্রের সঙ্গে কোনও তথ্য মিল না পাওয়া যায় বা অন্য কোনও শর্ত পূরণ না হয়, তবে আবেদন বাতিল করে দেওয়া হবে।