Jobs in Bank of Baroda : Bank of Baroda-তে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদনের শেষ তারিখ…

Jobs in Bank of Baroda : ব্যাঙ্ক অব বরোদাতে একাধিক শূন্য পদে করা হবে নিয়োগ। আবেদনের শেষ তারিখ ১২ জুলাই। কেবলমাত্র অনলাইনের মাধ্যমেই করা যাবে আবেদন।

Jobs in Bank of Baroda : Bank of Baroda-তে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদনের শেষ তারিখ...
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jun 24, 2022 | 8:15 AM

ব্যাঙ্কের চাকরির পরীক্ষার জন্য যেসব প্রার্থী অপেক্ষা করে থাকেন তাঁদের জন্য সুখবর। ব্যাঙ্ক অব বরোদাতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। একাধিক বিভিন্ন পদে করা হবে নিয়োগ। পশ্চিমবঙ্গের যেকোনও জেলার মহিলা ও পুরুষ সকলেই করতে পারবেন আবেদন। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।

পদের নাম :

রিলেশনশিপ ম্যানেজার

মোট শূন্যপদ :

৭৫ টি

বয়স :

২০২২ সালের ১ জুন অনুযায়ী আবেদনকারীর বয়স ৩৫ থেকে ৪২ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা :

ফিন্যান্স নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি করা থাকলেই করা যাবে আবেদন। এছাড়াও ডিপ্লোমা কোর্স করা থাকলেও আবেদন করা যাবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে অন্ততপক্ষে ১০ বছরের সরকারি/বেসরকারি/বিদেশি ব্যাঙ্ক বা কোনও আর্থিক প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম :

কর্পোরেট অ্যান্ড ইনস্ট্যান্ট ক্রেডিট

মোট শূন্যপদ :

১০০ টি

বয়স :

২০২২ সালের ১ জুন অনুযায়ী আবেদনকারীর বয়স ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা :

ফিন্যান্স নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি করা থাকলেই করা যাবে আবেদন। এছাড়াও ডিপ্লোমা কোর্স করা থাকলেও আবেদন করা যাবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে অন্ততপক্ষে ৫ বছরের সরকারি/বেসরকারি/বিদেশি ব্যাঙ্ক বা কোনও আর্থিক প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম :

ক্রেডিট অ্যানালিস্ট

মোট শূন্যপদ :

১০০ টি

বয়স :

২০২২ সালের ১ জুন অনুযায়ী আবেদনকারীর বয়স ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা :

ফিন্যান্স নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি করা থাকলেই করা যাবে আবেদন। এছাড়াও ডিপ্লোমা কোর্স করা থাকলে বা CA/CMA/CS/CFA কোর্স করা থাকলে আবেদন করা যাবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে অন্ততপক্ষে ৫ বছরের সরকারি/বেসরকারি/বিদেশি ব্যাঙ্ক বা কোনও আর্থিক প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম :

কর্পোরেট অ্যান্ড ইনস্ট্যান্ট ক্রেডিট

মোট শূন্যপদ :

৫০ টি

বয়স :

২০২২ সালের ১ জুন অনুযায়ী আবেদনকারীর বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা :

যেকোনও শাখায় স্নাতক ও CA কোর্স করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ট্রেডে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগস্থল :

ভারতের মধ্যে ব্যাঙ্ক অব বরোদার যেকোনও অফিস বা শাখাতে নিয়োগ করা হবে।

নিয়োগ পদ্ধতি :

অনলাইন পরীক্ষা, সাইকোমেট্রিক পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থীদের নির্বাচন করা হবে।

আবেদন পদ্ধতি :

কেবলমাত্র অনলাইনের মাধ্যমেই করা যাবে আবেদন।

আবেদন ফি :

জেনারেল/ ওবিসি / EWS প্রার্থীদের জন্য ৬০০ টাকা। অন্যান্য প্রার্থীদের আবেদন ফি বাবদ ১০০ টাকা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ :

১২ জুলাই, ২০২২

এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে ক্লিক করুন