BIS Recruitment : কেন্দ্রীয় সরকারি চাকরির সুযোগ, মাস গেলে বেতন পাবেন ৫০ হাজার টাকা

BIS Recruitment : BIS-এ একাধিক বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। মাসে বেতন প্রায় ৫০ হাজার টাকা।

BIS Recruitment : কেন্দ্রীয় সরকারি চাকরির সুযোগ, মাস গেলে বেতন পাবেন ৫০ হাজার টাকা
প্রতীকী ছবি (সৌজন্যে : PTI)
Follow Us:
| Edited By: | Updated on: Aug 09, 2022 | 9:30 AM

চাকরি প্রার্থীদের জন্য বড় সুযোগ। কেন্দ্রীয় সরকারের চাকরিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ভারত সরকার অনুমোদিত ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-র কনজ়িউমার অ্য়াফেয়ার্স দফতরে কর্মী নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিন।

পদের নাম :

গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার পদে করা হবে নিয়োগ।

মোট শূন্যপদে :

১০০ টি পদের জন্য নিয়োগ করা হচ্ছে।

বয়সসীমা :

আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা :

সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা EEE/ FCT/ MCM তে BE/B.Tech পাস করে থাকতে হবে। এর পাশাপাশি ম্যানেজমেন্টে দুই বছরের পিজি ডিপ্লোমা কোর্স ও M.Phil, M.Tech, M.S, Ph.D করা প্রার্থী নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

বেতন :

মাস গেলে বেতন মিলবে ৫০ হাজার টাকা।

কাজের সময়সীমা :

সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৫ টা অবধি কাজ করতে হবে।

নিয়োগ পদ্ধতি :

শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার উপর নির্ভর করে প্রার্থীদের বাছাই করা হবে। শর্টলিস্ট করা প্রার্থীদের মধ্যে থেকেও প্র্যাক্টিক্যাল অ্যাসাইনমেন্ট, লিখিত অ্য়াসাইনমেন্ট, প্রযুক্তিগত জ্ঞান ও ইন্টারভিউয়ের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে।

আবেদন পদ্ধতি :

কেবলমাত্র অনলাইনেই করা যাবে আবেদন। বিআইএস-র ওয়েবসাইটে গিয়ে করা যাবে আবেদন। আবেদন করার আগে হাতের সামনে কিছু নথি গুছিয়ে রাখতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর অবশ্যই থাকতে হবে। আবেদনকারীকে স্বাক্ষর ও সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ়ের ছবি স্ক্য়ান করে আপলোড করতে হবে।

আবেদন ফি :

এই পদে আবেদনের জন্য কোনওরকম ফি লাগবে না।

নিয়োগস্থল :

ভারতের যেকোনও জায়গায়

আবেদন করার শেষ তারিখ :

২৬ অগস্ট

এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন