NALCO Recruitment 2022: মাসে প্রায় আড়াই লাখ টাকা বেতন, এই সরকারি পদে চলছে নিয়োগ, জানুন বিস্তারিত

NALCO Recruitment 2022:

NALCO Recruitment 2022: মাসে প্রায় আড়াই লাখ টাকা বেতন, এই সরকারি পদে চলছে নিয়োগ, জানুন বিস্তারিত
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jun 21, 2022 | 8:45 AM

নয়া দিল্লি: করোনার ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। আর সেই কারণেই একে একে খুলতে শুরু করেছে চাকরির দরজাও। একাধিক সরকারি ও বেসরকারি ক্ষেত্রে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। আপনিও যদি সরকারি চাকরি করতে চান, তবে রয়েছে এক দারুণ খবর। কেন্দ্রীয় অ্য়ালুমিনিয়াম কোম্পানিতে শুরু হয়েছে নিয়োগ। ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড বা ন্যালকোর তরফে জানানো হয়েছে যে সংস্থার ১৭টি শূন্যপদে নিয়োগ করা হবে। এই পদগুলি হল মেডিক্যাল অফিসার ও স্পেশালিষ্ট। আগ্রহী প্রার্থীরা সরাসরি ন্যালকোর অফিশিয়াল ওয়েবসাইটে https://nalcoindia.com/- এ গিয়ে নাম নথিভুক্ত করে আবেদন জানাতে পারে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জুন।

গুরুত্বপূর্ণ তথ্য-

মোট শূন্যপদের সংখ্য়া- ১৭

পদ- মেডিক্যাল অফিসার ও স্পেশালিষ্ট

আবেদন পাঠানোর পদ্ধতি- অনলাইন মাধ্যমে আবেদন জমা দিতে হবে।

আবেদন শুরুর দিন- বিজ্ঞপ্তি অনুযায়ী ২৭ মে থেকে আবেদন করা যাচ্ছে।

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ- ৩০ জুন, ২০২২।

শিক্ষাগত যোগ্যতা-

মেডিক্য়াল অফিসার পদে আবেজনের ক্ষেত্রে, আবেদনকারীকে অবশ্যই এমডি বা এমএস বা এমবিবিএস বা বিডিএস কোর্স পূর্ণ করতে হবে।

আবেদনকারীর এমবিবিএস ও স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাধ্যতামূলক।

যারা মেডিক্যাল অফিসার পদে আবেদন জানাতে চান, তাদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা-

আবেদনকারীর বয়স ৩৫ থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে।

বেতন-

এই পদে যাদের নিয়োগ করা হবে, তাদের মাসিক বেতন ২ লক্ষ ২০ হাজার টাকা হবে।

নির্বাচন ও নিয়োগ পদ্ধতি-

আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের গ্রুপ আলোচনা ও ব্যক্তিগত ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে।

এরপর তাদের জমা দেওয়া তথ্যের ভিত্তিতে বাছাই করা হবে।

কীভাবে আবেদন করবেন?

আবেদনকারীকে প্রথমে ন্যালকোর অফিশিয়াল ওয়েবসাইট https://nalcoindia.com/ – এ যেতে হবে।

এরপর অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে।

যথাযথ নথি সহ সেই ফর্ম জমা দিতে হবে।