Jobs in Income Tax Department: দশম পাসেই কেন্দ্রীয় সংস্থায় চাকরি, আবেদন করুন এই তারিখের মধ্যে

Jobs in Income Tax Department: আয়কর দফতরে একাধিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। ২৮ নভেম্বরের মধ্যে করতে হবে আবেদন।

Jobs in Income Tax Department: দশম পাসেই কেন্দ্রীয় সংস্থায় চাকরি, আবেদন করুন এই তারিখের মধ্যে
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2022 | 8:30 AM

সুখবর! কেন্দ্রীয় সরকারের অধীনে ফের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ ও সিকিমে মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff) নিয়োগ করা হচ্ছে। আগ্রহী প্রার্থীদের ২৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন।

নিয়োগকারী সংস্থার নাম:

আয়কর দফতর (Income Tax Department)

পদের নাম:

মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff)

মোট শূন্যপদের সংখ্যা:

মোট ২৪ টি শূন্যপদের জন্য নিয়োগ করা হচ্ছে। ১ টি ইনকাম ট্যাক্স ইনস্পেক্টর, ৫ টি ট্যাক্স অ্য়াসিসটেন্ট ও ১৮ টি মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে।

নিয়োগস্থল:

পশ্চিমবঙ্গ ও সিকিমে নিয়োগ করা হচ্ছে।

আবেদন পদ্ধতি:

অফলাইনে করতে হবে আবেদন। প্রয়োজনীয় নথিপত্র সহ নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

Joint Commissioner of Income Tax, Headquarters (Personnel & Establishment), 1st Floor, Room No. 14, Aayakar Bhawan, P-7, Chowringhee Square, Kolkata-700069

শিক্ষাগত যোগ্যতা:

ইনকাম ট্যাক্স ইনস্পেক্টর ও ট্যাক্স অ্য়াসিসটেন্ট পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্নাতক পাস করতে হবে। আর মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগের জন্য দশম পাসেই আবেদন করতে পারবেন প্রার্থীরা।

বেতন:

ইনকাম ট্যাক্স ইনস্পেক্টরের মাস গেলে বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা।

ট্যাক্স অ্যাসিসট্যান্ট ও মাল্টি টাস্কিং স্টাফ পদে মাসিক বেতন হবে ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা।

বয়সসীমা:

ইনকাম ট্যাক্স ইনস্পেক্টর পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

ট্যাক্স অ্যাসিসট্যান্ট পদে আবেদনের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।

আর মাল্টি-টাস্কিং স্টাফেদের জন্য় বয়সসীমা ১৮ থেকে ২৫ বছর।

তফসিলি উপজাতি ও তফিসিলি জনজাতিদের জন্য ১০ বছর ছাড় মিলবে বয়সে।

আবেদনমূল্য:

কোনও টাকা দিতে হবে না।

নির্বাচন পদ্ধতি :

লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ :

২৮ নভেম্বরের মধ্যে করতে হবে আবেদন।

এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন