Barc Recrutiment: BARC-এ কর্মী নিয়োগ করা হচ্ছে, আজ থেকেই শুরু আবেদন প্রক্রিয়া

Barc Recrutiment: BARC-এ বৈজ্ঞানিক আধিকারিক পদে নিয়োগ করা হচ্ছে। ২ মার্চ অবধি করা যাবে আবেদন।

Barc Recrutiment: BARC-এ কর্মী নিয়োগ করা হচ্ছে, আজ থেকেই শুরু আবেদন প্রক্রিয়া
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Feb 04, 2023 | 7:30 AM

ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার (Bhabha Atomic Research Centre) এ নিয়োগ করা হচ্ছে। মহারাষ্ট্রের মুম্বই, তামিল নাড়ুর কালাপাক্কম, মধ্য প্রদেশের ইন্দোর, পশ্চিমবঙ্গের কলকাতা, তেলঙ্গানার হায়দরাবাদ, ঝাড়খণ্ডের জাদুগুড়ায় নিয়োগ করা হচ্ছে। আগ্রহী প্রার্থীরা ২ মার্চ অবধি করতে পারেন আবেদন।

নিয়োগকারী সংস্থার নাম:

ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার (Bhaba Atomic Research Centre)-র তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম:

বৈজ্ঞানিক আধিকারিক

নিয়োগস্থল:

মহারাষ্ট্রের মুম্বই, তামিল নাড়ুর কালাপাক্কম, মধ্য প্রদেশের ইন্দোর, পশ্চিমবঙ্গের কলকাতা, তেলঙ্গানার হায়দরাবাদ, ঝাড়খণ্ডের জাদুগুড়ায় নিয়োগ করা হচ্ছে

নিয়োগ পদ্ধতি:

অনলাইনেই করতে হবে আবেদন।

শিক্ষাগত যোগ্যতা:

BARC-র অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের কোনও স্বীকৃতপ্রাপ্ত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি, বি.এসসি, বি.ই./বি.টেক./এম.এসসি./এম.টেক পাশ করতে হবে।

বয়সসীমা:

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ১৮ বছরের মধ্যে। ২০২৩ সালের ১ অগাস্ট অনুযায়ী বয়সের হিসেব করা হবে। তবে কেন্দ্রীয় সরকারের সংরক্ষণের নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

আবেদনমূল্য:

জেনারেল ও ওবিসি প্রার্থীদের আবেদনমূল্য বাবদ ৫০০ টাকা দিতে হবে। SC/ST/PWD ও মহিলা প্রার্থীদের কোনও টাকা দিতে হবে না।

নির্বাচন পদ্ধতি:

স্ক্রিনিং ও ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী নির্বাচন করা হবে।

আবেদন করার শেষ তারিখ:

২ মার্চ অবধি করা যাবে আবেদন।

বেতন:

প্রতি মাসে বেতন মিলবে ৫৬,১০০ টাকা থেকে ১,১০,০০০ টাকা।