National Institute of Pharmaceutical Education and Research : রাজ্যের কলেজে একাধিক পদে নিয়োগ, আবদেন করা যাবে ৭ সেপ্টেম্বর অবধি

Teaching and Non-Teaching Jobs : ন্যাশনাল ইনস্টিটিউট অব ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্য়ান্ড রিসার্চে টিচিং ও নন টিচিং পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৭ সেপ্টেম্বর অবধি করা যাবে আবেদন।

National Institute of Pharmaceutical Education and Research : রাজ্যের কলেজে একাধিক পদে নিয়োগ, আবদেন করা যাবে ৭ সেপ্টেম্বর অবধি
ছবি সৌজন্যে : টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Aug 09, 2022 | 8:45 AM

রাজ্যের কলেজে নন-টিচিং পদ কর্মী নিয়োগ করা হচ্ছে। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বড় সুযোগ এটি। ন্যাশনাল ইনস্টিটিউট অব ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্য়ান্ড রিসার্চে টিচিং ও নন টিচিং পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেশ তথা পশ্চিমবঙ্গের যেকোনও জেলার প্রার্থীরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।

পদের নাম :

গেস্ট হাউস অ্যান্ড হোস্টেল সুপারভাইজার পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ :

১ টি পদের জন্য নিয়োগ করা হবে। সেই পদটি ওবিসি প্রার্থীর জন্য সংরক্ষিত।

শিক্ষাগত যোগ্যতা :

যেকোনও বিষয়ে স্নাতকোত্তর হলে আবেদন করা যাবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট দফতরে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা :

প্রার্থীর বয়স হতে হবে ৩৮ বছরের মধ্যে।

পদের নাম :

সেক্রেটারি টু রেজিস্টার

মোট শূন্যপদ :

এইখানেও একটি পদের জন্য নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা :

যেকোনও স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকলে করা যাবে আবেদন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সঙ্গে কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে।

বয়সসীমা :

সর্বোচ্চ বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

এছাড়াও অ্য়াকাউন্ট, রিসেপশনিস্ট কাম টেলিফোন অপারেটর, জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পদে নিয়োগ করা হচ্ছে।

আবদেন পদ্ধতি :

আগ্রহী প্রার্থীরা অনলাইন ও অফলাইনেই আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ :

৭ সেপ্টেম্বর

আবেদন ফি :

অসংরক্ষিত প্রার্থীদের ১০০০ টাকা ও ST/SC/PWD প্রার্থীদের ৫০০ টাকা করে দিতে হবে।

এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে ক্লিক করুন