IB Recruitment 2023: মাধ্যমিক পাশেই IB-তে চাকরি, আবেদন করুন এইভাবে

IB Recruitment 2023: মাধ্যমিক পাশে IB তে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি অবধি করা যাবে আবেদন।

IB Recruitment 2023: মাধ্যমিক পাশেই IB-তে চাকরি, আবেদন করুন এইভাবে
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jan 30, 2023 | 8:30 AM

চাকরি প্রার্থীদের জন্য বড় সুযোগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ভারতের গোয়েন্দা বিভাগের চাকরিতে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সিকিউরিটি অ্য়াসিসট্যান্ট/ এক্সিকিউটিভ (SA/EXE) ও মাল্টি টাস্কিং স্টাফ/ জেনারেল (MTS/GEN) পদে অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা mha.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।

নিয়োগকারী সংস্থা:

ইন্টেলিজেন্স ব্যুরো (Intelligence Bureau)

পদের নাম:

সিকিউরিটি অ্য়াসিসট্যান্ট/ এক্সিকিউটিভ (SA/EXE) ও মাল্টি টাস্কিং স্টাফ/ জেনারেল (MTS/GEN)

শূন্যপদের সংখ্যা:

মোট ১৬৭৫ টি পদে নিয়োগ করা হচ্ছে। Security Assistant/ Executive পদে ১৫২৫ টি এবং MTS এ ১৫০ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে।

বয়সসীমা:

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। এদিকে কেন্দ্রীয় সরকারের সংরক্ষণের নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা:

আগ্রহী প্রার্থীদের কোনও স্বীকৃতপ্রাপ্ত বোর্ড থেকে দশম শ্রেণি বা সমতুল্য কোনও পরীক্ষায় পাশ করতে হবে।

নির্বাচন পদ্ধতি:

লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:

  • কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটে mha.gov.in যান।
  • হোমপেজে “Online Applications for the posts of SA/Exe & MTS(Gen)” এই অপশনে ক্লিক করুন।
  • নতুন পেজ আসার পর রেজিস্টার করুন এবং আবেদনপত্র ভরুন।
  • প্রয়োজনীয় সমস্ত নথিপত্র আপলোড করুন এবং আবেদন মূল্য জমা দিন।
  • তারপর ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে নিন।

আবেদনমূল্য:

সব প্রার্থীদের ৫০০ টাকা ফি জমা দিতে হবে।

আবেদন শেষের তারিখ:

২৮ জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ১৭ ফেব্রুয়ারি অবধি করা যাবে আবেদন।