SBI Recrutiment : ব্যাঙ্কের চাকরি থেকে অবসর নেওয়ার পর সময় কাটছে না! SBI-র চাকরিতে আবেদন করুন

SBI Recrutiment : অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী হতে হবে প্রার্থীকে। অবসরপ্রাপ্ত কর্মীর একটি একটি স্মার্টফোন থাকতে হবে। প্রয়োজন অনুযায়ী, কম্পিউটার/মোবাইল অ্যাপ/ল্যাপটপের মাধ্যমে মনিটরিং করার গুণ ও ক্ষমতা থাকতে হবে। উল্লেখ্য, প্রাক্তন ব্যাঙ্ককর্মীকে ৬০ বছর বয়সেই অবসর নিয়ে থাকতে হবে।

SBI Recrutiment : ব্যাঙ্কের চাকরি থেকে অবসর নেওয়ার পর সময় কাটছে না! SBI-র চাকরিতে আবেদন করুন
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: May 25, 2022 | 11:58 PM

কলকাতা : উচ্চমাধ্যমিক পাশ করার পরই জীবনে কোনদিকে আমরা এগোতে চাই সেই পথ বেছে নিই। সেইমতো নিজের নিজের পছন্দের বিষয় নিয়ে পড়া শুরু করি। এরকমই কারোর কারোর কাছে হিসেব কষাটাই নেশা হয়ে দাঁড়ায়। স্বপ্ন দেখেন ব্যাঙ্কে চাকরি করবেন। স্বপ্ন ছাড়াও ব্যাঙ্কে চাকরির দিকে অনেকেই ঝোঁকেন ভাল বেতন ও নিরাপত্তা, স্থিতিশীলতার জন্য। তারপর ব্যাঙ্কে চাকরিও পেয়ে যান। সেখানে অবসরের সময় পর্যন্ত কঠোর পরিশ্রমে নিজের কাজ দিয়ে সকলকে খুশিও করেন। কিন্তু সব চাকরিরই একটি অবসরের বয়স থাকে। ৬০ বছরে সাধের ব্যাঙ্কের চাকরি থেকে অবসর নেওয়ার পর বাড়িতে অবসাদে ভোগেন অনেকেই। এবার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীদের জন্যই স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া নিয়ে এল বড় সুযোগ। ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য ৬৪১ শূন্যপদের জন্য রয়েছে নিয়োগ।

শূন্যপদ :

৬৪১ টি শূন্যপদে চলছে নিয়োগ।

চ্যানেল ম্যানেজার ফেসিলিটেটর এনিটাইম চ্যানেল (CMF-AC)- ৫০৩ টি চ্যানেল ম্যানেজার সুপারভাইজ়ার এনিটাইম চ্যানেল (CMS-AC)- ১৩০ টি সাপোর্ট অফিসার – এনিটাইম চ্যানেল (SO-AC)- ৮ টি

বেতন :

চ্যানেল ম্যানেজার ফেসিলিটেটর এনিটাইম চ্যানেল (CMF-AC) এর জন্য প্রতি মাসে বেতন ৩৬০০০ টাকা।

চ্যানেল ম্যানেজার সুপারভাইজ়ার এনিটাইম চ্যানেল (CMS-AC)পদের জন্য প্রতি মাসে ৪১,০০০ টাকা বেতন।

সাপোর্ট অফিসার – এনিটাইম চ্যানেল (SO-AC) পদে কর্মীর বেতন মাসিক ৪১,০০০ টাকা।

উপরোক্ত পদে নিয়োগের জন্য যোগ্যতা :

অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী হতে হবে প্রার্থীকে। অবসরপ্রাপ্ত কর্মীর একটি একটি স্মার্টফোন থাকতে হবে। প্রয়োজন অনুযায়ী, কম্পিউটার/মোবাইল অ্যাপ/ল্যাপটপের মাধ্যমে মনিটরিং করার গুণ ও ক্ষমতা থাকতে হবে। উল্লেখ্য, প্রাক্তন ব্যাঙ্ককর্মীকে ৬০ বছর বয়সেই অবসর নিয়ে থাকতে হবে।

নির্বাচনের পদ্ধতি :

প্রার্থী বাছাইয়ের পর ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ে পারফর্ম্যান্সের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে।

কীভাবে আবেদন করবেন?

এসবিআই -র ওয়েবসাইটে গিয়ে অনলাইনেই আবেদন করা যাবে। নীচে লিঙ্ক দেওয়া রইল।

আবেদনের শেষ তারিখ :

১৮ মে থেকে এই আবেদন শুরু হয়েছে। ৭ জুন অবধি আবেদন করা যাবে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন : https://bank.sbi/careers or https://www.sbi.co.in/careers