Bangla News » Career » TCS to start biggest recruitment drive, know the eligibility, salary
TCS Career: মহিলাদের জন্য চাকরির দারুন সুযোগ, কীভাবে আবেদন করবেন?
TV9 Bangla Digital | Edited By: tannistha bhandari
Updated on: Sep 12, 2021 | 2:49 PM
TCS Career: নয়া এই নিয়োগ প্রক্রিয়ার নামকরণ করা হয়েছে 'রিবিগিন'। অর্থাৎ, নতুন করে কাজে ফেরার জন্য মহিলাদের স্বাগত জানাচ্ছে এই সংস্থা।
চলতি বছরে ২০ হাজার কর্মী নিয়োগ করেছে টিসিএস
‘রিবিগিন’ নামে একটি নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে টাটা কনসাল্টেন্সি সার্ভিসেস। ‘মূলত মহিলাদের সুযোগ দেওয়ার জন্য এই নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে দক্ষতা থাকলেই সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। অনেক সময়েই মহিলারা কোনও ব্যক্তিগত বা পেশাগত কারণে কাজ ছেড়ে দিতে বাধ্য হন। তাঁদের মধ্যে যদি কেউ আবার নতুন করে কাজ শুরু করতে চান, তাঁদের জন্যই এই বিশেষ সুযোগ নিয়ে আসছে টিসিএস।
টিসিএসের তরফ থেকে জানানো হয়েছে, ‘রিবিগিন হল সেই সব মহিলাদের জন্য একটা সুযোগ, যাঁরা দক্ষ ও অভিজ্ঞ। যাঁরা কর্মক্ষেত্রে নিজেদের জায়গা তৈরি করতে চান। তাঁরা যাতে নতুন কাজ শুরু করতে পারেন, তাই এই উদ্যোগ।’ যাদের কাজের অভিজ্ঞতায় ফাঁক তৈরি হয়েছে অর্থাৎ, অনেক দিন যারা কাজ থেকে নিজেদের বিরত রেখেছেন, তাঁদের সামনে নতুন দিগন্ত খুলে দিতে পারে টিসিএসের এই উদ্যোগ।
গত জুন মাসে ২০ হাজার লোক নিয়োগ করেছে টিসিএস। একসঙ্গে এতজনজে নিয়োগ করার প্রক্রিয়া টিসিএসের জন্য এটাই প্রথম। এই নিয়ে মোট ৫ লক্ষ কর্মী সংখ্যা রয়েছে এই সংস্থায়। ২০২২-এও একই ভাবে নিয়োগ প্রক্রিয়া চলবে বলে জানিয়েছে ওই সংস্থা। নিয়োগের ক্ষেত্রে অবশ্য প্রথম স্থানে রয়েছে অ্যাকসেনচার ও দ্বিতীয় স্থানে টিসিএস।
TCS Careers Portal-এ গিয়ে চাকরির জন্য আবেদন করতে হবে। Rebegin সেকশন খুলতে হবে। সেখানে গিয়ে কোন পদের জন্য আবেদন করছেন, তা জানাতে হবে। Apply অপশনে ক্লিক করলেই হয়ে যাবে আবেদন।
এই চাকরির জন্য মূলত যে সব ক্ষেত্রে দক্ষ হতে হবে সেগুলি হল এসকিউএল, সার্ভার ডিবিএ, লিনাক্স অ্যাডমিনিস্ট্রেশন, নেটওয়ার্ক অ্যাডমিন, মেনফ্রেম অ্যাডমিন, অটোমেশন টেস্টিং, পারফরম্যান্স টেস্টিং কনসাল্ট্যান্ট, ওরাকল ডিবিএ, জাভা ডেভেলপার, অ্যান্ড্রয়েড ডেভেলপার, আইওএস ডেভেলপার, উইনডোজ অ্যাডমিন, পাইথন ডেভেলপার।