UPSC Recruitment 2022: মোটা বেতন, বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ইউপিএসসির

১৩ অক্টোবর অবধি আবেদন করা যাবে।

UPSC Recruitment 2022: মোটা বেতন, বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ইউপিএসসির
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Sep 27, 2022 | 9:15 AM

চাকরি প্রার্থীদের সুখবর দিয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে এই পদগুলির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং ১৩ অক্টোবর অবধি আবেদন করা যাবে। কোন কোন পদে নিয়োগ করা হবে এবং অন্যান্য বিস্তারিত তথ্য এক নজরে দেখে নেওয়া যাক…

১. কর্পোরেট বিষয়ক মন্ত্রকের অধীনে প্রসিকিউটর সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস (SFIO)

সব মিলিয়ে মোট ১২ টি শূন্যপদ রয়েছে। পে লেভেল ৮-র নিয়মে ৭ম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন মিলবে। ৩০ বছর বয়স অবধি আবেদন করা যাবে।

২. স্বাস্থ্য মন্ত্রকের অধীনে স্পেশালিস্ট গ্রেড-৩ (জেনারেল মেডিসিন)

এই পদের ক্ষেত্রে মোট ২৮টি শূন্যপদ রয়েছে। পে লেভেল ১১-র নিয়মে ৭ম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন মিলবে। ৪০ বছর বয়সীরা এই পদে আবেদন করতে পারবেন।

৩. সহকারী অধ্যাপক (আয়ুর্বেদ), এ অ্যান্ড ইউ টিবিয়া কলেজ ও হাসপাতালে বাল রোগ (কৌমারভৃত্য)

১ টি শূন্যপদ রয়েছে। পে লেভেল ১০-র নিয়মে ৭ম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন মিলবে। ৫০ বছর বয়স অবধি আবেদন করা যাবে।

৪. সহকারী অধ্যাপক (ইউনানি), এ অ্যান্ড ইউ টিবিয়া কলেজ ও হাসপাতালের মোয়ালাজাত

এই পদের ক্ষেত্রে মোট ১টি শূন্যপদ রয়েছে। পে লেভেল ১০-র নিয়মে ৭ম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন মিলবে। ৪৮ বছর বয়সীরা এই পদে আবেদন করতে পারবেন।

৫. পশুপালন ইউনিটের ভেটেরিনারি অফিসার

সব মিলিয়ে মোট ১০ টি শূন্যপদ রয়েছে। পে লেভেল ১০-র নিয়মে ৭ম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন মিলবে। ৩৫ বছর বয়স অবধি আবেদন করা যাবে।

বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন