হিমাচল প্রদেশের পাশাপাশি সর্ব ভারতীয় রাজনীতিতেও জড়িয়ে অনুরাগ ঠাকুর। ১৯৭৪ সালের ২৪ অক্টোবর হিমাচল প্রদেশের হামিরপুরে জন্ম তাঁর। হিমাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রেম কুমার ধুমালের পুত্র তিনি। হামিরপুর লোকসভা কেন্দ্রের সাংসদও তিনি। তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের পাশাপাশি কেন্দ্রের ক্রীড়া মন্ত্রীও তিনি। ক্রিকেটেও আগ্রহ রয়েছে অনুরাগের। অল ইন্ডিয়া নর্থ জোনের আন্ডার-১৯ দলের অধিনায়ক ছিলেন তিনি। সে সময় হিমাচল প্রদেশের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচও খেলেছেন। তিনি সেনাবাহিনীর এক জন লেফটেন্যান্টও। ২০১৬ সালে বিসিসিআই-এর সভাপতি হয়েছিলেন তিনি। ২০০৮ সালে রাজনীতির কেরিয়ার শুরু হয় তাঁর। চার বার সাংসদ নির্বাচিত হয়েছেন অনুরাগ। তিনি বিজেওয়াইএম-এর প্রেসিডেন্ট।