Jairam Thakur - হিমাচল প্রদেশ একটি বড় রাজনৈতিক মুখ

Jairam Thakur

Jairam Thakur

BJP

জয়রাম ঠাকুর হিমাচল প্রদেশে বিজেপি-র অন্যতম বড় নেতা। মান্ডি জেলার সিরাজ বিধানসভা কেন্দ্র ২০১৭ সালে বিধায়ক নির্বাচিত হন তিনি। বর্তমানে তিনি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী। মান্ডি জেলার থুনাগ তেহশিলের তান্ডিতে ১৯৬৫ সালের ৬ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনেই তিনি তিনি এবিভিপি-তে যোগ দেন। অভাবেই মধ্যেই কেটেছে জয় রামের শৈশব। তাঁরা তিন ভাই ও দুই বোন। তিন ভাইয়ের মধ্যে জয় রামই ছিলেন সবথেকে ছোট। চাষ করে যে রোজগার হত, তাতেই সংসার চলত তাঁদের। ১৯৯৩ সালে প্রথম বার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। কিন্তু জিতেতে পারেননি। ১৯৯৮ সালে তিনি প্রথম বার ভোটে জেতেন। তার পর থেকে টানা জিতে চলেছেন তিনি। এখন তিনি সে রাজ্যের মুখ্যমন্ত্রীও হয়েছেন।

হিমাচল প্রদেশ বড়় রাজনৈতিক মুখ

আমি হিমাচল প্রদেশ

হিমাচল প্রদেশর পর্যটন, সংস্কৃতি ও ব্যবসা সংক্রান্ত খবর

হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের সাম্প্রতিক খবর

Sukhvinder Singh Sukhu: ছেলে হিমাচলের মুখ্যমন্ত্রী, শপথে এসে আবেগপ্রবণ সুখবিন্দরের মা

Himachal Pradesh CM : রাহুল-প্রিয়াঙ্কার উপস্থিতিতে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সুখবিন্দর সুখু

Congress: এক 'নামে' সহমত হতেই ব্যর্থ বিধায়করা! হিমাচলে মুখ্যমন্ত্রী বাছবেন কংগ্রেস শীর্ষ নেতৃত্বই

Anurag Thakur: হিমাচলে বিজেপির হারের পরই 'ট্রেন্ডিং' কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, কেন জানেন?

Himachal Pradesh Congress: গুরুদায়িত্ব বাঘেলের কাঁধে, হিমাচলের পরবর্তী মুখ্যমন্ত্রী বাছতে আজই বৈঠক কংগ্রেসের

Himachal Pradesh Election Results: হিমাচলে জয়ের আনন্দে কংগ্রেসের 'মাথাব্যথা' মুখ্যমন্ত্রী বাছাই, দৌড়ে একাধিক মুখ

Himachal Pradesh Election Results: শুধুই কি গতানুগতিক প্রতিষ্ঠান বিরোধিতা? নাকি নেপথ্যে আরও কোনও কারণ... হিমাচল কেন হাতছাড়া পদ্মর?

Himachal Pradesh: ঐতিহ্য অনড় হিমাচল, পাহাড়ে কীভাবে আস্থা ফেরাল কংগ্রেস?

Himachal Pradesh: জয়ের আগেই 'অপারেশন লোটাসে'র ভয়? আজ রাতেই ভাবী বিধায়কদের রাজস্থানে সরানোর ইঙ্গিত কংগ্রেসের

Click on your DTH Provider to Add TV9 Bangla