জয়রাম ঠাকুর হিমাচল প্রদেশে বিজেপি-র অন্যতম বড় নেতা। মান্ডি জেলার সিরাজ বিধানসভা কেন্দ্র ২০১৭ সালে বিধায়ক নির্বাচিত হন তিনি। বর্তমানে তিনি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী। মান্ডি জেলার থুনাগ তেহশিলের তান্ডিতে ১৯৬৫ সালের ৬ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনেই তিনি তিনি এবিভিপি-তে যোগ দেন। অভাবেই মধ্যেই কেটেছে জয় রামের শৈশব। তাঁরা তিন ভাই ও দুই বোন। তিন ভাইয়ের মধ্যে জয় রামই ছিলেন সবথেকে ছোট। চাষ করে যে রোজগার হত, তাতেই সংসার চলত তাঁদের। ১৯৯৩ সালে প্রথম বার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। কিন্তু জিতেতে পারেননি। ১৯৯৮ সালে তিনি প্রথম বার ভোটে জেতেন। তার পর থেকে টানা জিতে চলেছেন তিনি। এখন তিনি সে রাজ্যের মুখ্যমন্ত্রীও হয়েছেন।