প্রতিশ্রুতি পূরণের সুযোগ পাবে কে? সাড়ে ৬ কোটি ভোটারের আঙুলেই তামিলনাড়ুর ২৩৪ আসনের ভাগ্য

২৩৪ আসনে বিধানসভা নির্বাচনে শাসক দল এআইএডিএমকে মোট ১৯১ টি আসনে লড়বে। জোট সঙ্গী বিজেপি লড়বে ২০টি আসনে। অন্যদিকে বিরোধী দল ডিএমকে মোট ১৮৮টি আসনে লড়বে, জোটসঙ্গী কংগ্রেস লড়বে ২৫টি আসনে।

প্রতিশ্রুতি পূরণের সুযোগ পাবে কে? সাড়ে ৬ কোটি ভোটারের আঙুলেই তামিলনাড়ুর ২৩৪ আসনের ভাগ্য
অলঙ্করণ: অভীক দেবনাথ।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 06, 2021 | 8:39 AM

চেন্নাই: আম্মা নেই, তবে তাঁর আদর্শেই লড়তে চায় এআইএডিএমকে(AIADMK)। অন্যদিকে ১০ বছরের বিরোধী তকমা ঘুচিয়ে রাজ্যে ফের সূর্যোদয় আনতে প্রস্তুত ডিএমকে(DMK)। মঙ্গলবার তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে (Tamil Nadu Assembly Election 2021) প্রধান প্রতিপক্ষ এই দুই দলই।

২৩৪ আসনে বিধানসভা নির্বাচনে শাসক দল এআইএডিএমকে মোট ১৯১ টি আসনে লড়বে। জোট সঙ্গী বিজেপি লড়বে ২০টি আসনে। অন্যদিকে বিরোধী দল ডিএমকে মোট ১৮৮টি আসনে লড়বে, জোটসঙ্গী কংগ্রেস লড়বে ২৫টি আসনে। এরমধ্যে ১০৫টি কেন্দ্রকে স্পর্শকাতর বলেই চিহ্নিত করে নির্বাচন কমিশন সব মিলিয়ে ২৩৪টি আসনে মোট ৩৯৯৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন রাজ্যের মোট ৬ কোটি ২৮ লাখ ভোটার।

তামিলের বিধানসভা নির্বাচনে তারকা প্রার্থীদের মধ্যে অন্যতম হলেন মুখ্যমন্ত্রী ইকে পালানিস্বামী, উপ মুখ্যমন্ত্রী ও পন্নিরসিলভম, ডিএমকে প্রধান এমকে স্তালিন, তাঁর পুত্র তথা যুব নেতা উদয়নিধি, এএমএমকে-র প্রতিষ্ঠাতা দীনাকরণ, অভিনেতা তথা মক্কাল নিধি মাইয়াম দলের প্রতিষ্ঠাতা কমল হাসান প্রমুখ।

বিগত ১০ বছর ধরে শাসক দল এআইএডিএমকে-র প্রচারের প্রধান অস্ত্র ছিল আম্মা প্রসঙ্গ। উল্লেখ্য, এআইএডিএমকে নেত্রী জয়ললিতার প্রয়াণের পর এটিই প্রথম বিধানসভা নির্বাচন। রাজ্যের উন্নয়নের প্রতিশ্রুতিই দেওয়া হয়েছে শাসকদলের ইস্তাহারে। তাঁদের হয়ে প্রচার সেরে গিয়েছেন জোট সঙ্গী বিজেপির প্রমুখ নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সকলেই ছিলেন।

অন্যদিকে, বিরোধীদলের তকমা ঘুচিয়ে ফের একবার তামিল মসনদে বসতে চায় ডিএমকে। দলের প্রধান এমকে স্তালিন রাজ্যকে দুর্নীতির হাত থেকে মুক্তি দিয়ে ফের একবার সাফল্যের শিরোনামে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অভিনেতা কমল হাসানের দল মক্কাম নিধি মাইয়ামও এই নির্বাচনে নিজেদের ভাগ্য পরীক্ষা করতে চলেছে।