কৌটো নিয়ে খেলছিল শিশু, বোমা মিলল তৃণমূল নেতার বাড়িতে

রাজ্যের একাধিক জায়গা থেকে আসছে বোমাবাজির খবর। এবার বর্ধমান।

কৌটো নিয়ে খেলছিল শিশু, বোমা মিলল তৃণমূল নেতার বাড়িতে
বোমা উদ্ধার করল পুলিশ
Follow Us:
| Updated on: Apr 19, 2021 | 2:25 PM

বর্ধমান: এবার বোমাতঙ্ক বর্ধমানে। জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি ইফতিকার আহমেদের বাড়ির পাশে একটি কৌটোর মধ্যে তার ও বারুদ উদ্ধার হয়।

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বর্ধমান শহরের দুবরাজদিঘীর হরেরডাঙায়। তৃণমূল নেতা ইফতিকার আহমেদ জানান, তাঁর বাড়ির পাশে এক প্রতিবেশীর বাড়ির জানালায় কৌটোটি রাখা ছিল। বাড়ির এক শিশু কৌটৌটি নিয়ে খেলছিল।ওই অবস্থায় শিশুটির মা দেখতে পায়। কৌটোর মধ্যে তার ও বারুদ দেখে দূরে ছুড়ে দেয়।

সেই কৌটো থেকে বারুদ ও তার বেরিয়ে পড়ে। খবর দেওয়া হয় বর্ধমান থানায়। তৃণমূল নেতা ইফতিকার আহমেদের দাবি, এটা বিজেপির কাজ। এলাকায় অশান্তি পাকানোর জন্য এই কাজ করছে। এখানে তৃণমূল কংগ্রেসকে দায়ী করার উদ্দেশ্য বোমা রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: লাগাম ছাড়া কোভিড সংক্রমণ, প্রচার বন্ধ করার সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের

বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি এ সব তৃণমূল কংগ্রেসের কাজ। বিজেপি নেতা কল্লোল-নন্দন বলেন, ‘বোমা-বারুদের কারবার তৃণমূলেরই, এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।’ তিনি জানান, ইফতিকার আহমেদকে অস্ত্র সমেত গ্রেফতার করা হয়েছিল। তৃণমূলের এলাকার অনেক নেতা এখনও পুলিশের জালে বলেও উল্লেখ করেন তিনি।