Corona Update : করোনার থাবায় মৃত্যু কংগ্রেস প্রার্থীর

কলকাতায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন রেজাউল। কংগ্রেস নেতৃত্বের তরফে জানান হয়েছে, ভোটের প্রচারে বেরিয়ে করোনা আক্রান্ত হন তিনি।

  • TV9 Bangla
  • Published On - 15:54 PM, 15 Apr 2021

রাজ্যে নির্বাচনী প্রচারের (West Bengal Election) মাঝেই বেলাগাম করোনা (Corona)। গত একদিনে বাংলায় আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৫,০০০। হাসপাতালে শয্যা বাড়িয়েও স্থান সঙ্কুলানে সমস্যা।

অন্যদিকে করোনার হাত থেকে ছাড় পেলেন না রাজনীতিক। মারা গেলেন সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক। কলকাতায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কোমরবিডিটি ছিল রেজাউলের, বক্তব্য চিকিৎসকের। কংগ্রেস (Congress) নেতৃত্বের তরফে জানানো হয়েছে, ভোটের প্রচারে বেরিয়ে করোনা আক্রান্ত হন তিনি।

অন্যদিকে করোনা আবহে রাজ্যজুড়ে অব্যাহত পয়লা বৈশাখের উদযাপন। করোনার দ্বিতীয় ঢেউয়েও খুব একটা ভীত নন নাগরিকরা, এমনই প্রমাণ মিলল দক্ষিণেশ্বর ও কালীঘাট মন্দিরে।