Ashoknagar Assembly Election Result 2021 Live Update in Bengali: অশোকনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের জোর টক্কর, লাইভ আপডেটস

Ashoknagar Assembly Election Result 2021 Live Update in Bengali: অশোকনগরে জিতবে কে?

Ashoknagar Assembly Election Result 2021 Live Update in Bengali: অশোকনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের জোর টক্কর, লাইভ আপডেটস
গ্রাফিক্স- টিভি নাইন বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: May 02, 2021 | 5:04 PM

বহু প্রতীক্ষিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন সকাল থেকেই রাজ্যের রাজনৈতিক তাপমাত্রা তুঙ্গে। প্রথমবার দীর্ঘ আট দফায় ভোট হয়েছে বাংলায়। ২৯৪ বিধানসভা আসনের এই রাজ্যে কে ক্ষমতায় আসতে চলেছে তা আগামী কয়েক ঘন্টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। ২৯৪ টি আসনের মধ্যে অশোকনগর বিধানসভা কেন্দ্র থেকে নারায়ণ গোস্বামীকে প্রার্থী করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে তনুজা চক্রবর্তীকে নির্বাচনী ময়দানে নামানো হয়েছে। মোট ৮ জন প্রার্থী নিজেদের ভাগ্য পরীক্ষায় নেমেছেন এই আসনে। প্রসঙ্গত, ২৯৪ আসনের মধ্যে সরকার গড়ার জন্য যে কোনও দলকে ১৪৮ আসনের ম্যাজিক ফিগার পেরোতে হবে।

২০১৬ বিধানসভা নির্বাচনের ফলাফল

উত্তর ২৪ পরগনার অন্তর্গত অশোকনগর বিধানসভা ২০১১ থেকে তৃণমূল কংগ্রেসের দখলে। ২০১৬ সালে তৃণমূলের ধীমান রায় এই আসনে দ্বিতীয়বার জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হন। সিপিএমের সত্যসেবী করকে ২২ হাজার ৮৯৯ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন তিনি। ধীমান এই আসনে ৯৮ হাজার ৪২ টি ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সত্যসেবী পান ৭৫ হাজার ১৪৩ টি ভোট। বিজেপি ১৬ হাজারের বেশি ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিল এখানে।

মোট ভোটার সংখ্যা

২০১৬ সালের ভোটার তালিকা অনুযায়ী এই বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ২৭ হাজার ৭৩। যাদের মধ্যে ১ লক্ষ ৯৬ হাজার ২৮৯ জন ভোটদান করেন। গতবার এই বিধানসভা কেন্দ্রে ২৬৩ টি বুথ তৈরি করা হয়েছিল এবং প্রায় ৮৬ শতাংশ ভোট পড়ে।

১৯৬৭ সালে প্রথমবার শ্যামপুর বিধানসভা কেন্দ্রে ভোট হয়। সেবার ভোটে সিপিএম প্রার্থী জয়লাভ করেন। পরবর্তী নির্বাচনগুলিতে লাগাতার ২০১১ সাল পর্যন্ত এই বিধানসভায় টানা জয়লাভ করে বামেরা। ২০১১ সালে প্রথমবার জয়লাভ করে তৃণমূল।

গত বিধানসভা ভোটের পরিসংখ্যান

বিদায়ী বিধায়ক: ধীমান রায় প্রাপ্ত ভোট: ৯৮ হাজার ৪২ মোট ভোটার: ২ লক্ষ ২৭ হাজার ৭৩ ভোটের হার: ৮৬.৪৪ শতাংশ মোট প্রার্থী: ৭