Bengal Election 2021 : শ্লীলতাহানির অভিযোগ, তারকেশ্বরে জওয়ানকে জুতোপেটা

বাসন্তীর সোনাখালিতে তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার ২ ড্রাম তাজা বোমা। ফেরার অভিযুক্ত। অন্যদিকে তারকেশ্বরে জওয়ানকে জুতোপেটা। পাশাপাশি বারুইপুরের বেলেগাছিতে খোলাখুলি প্রাণনাশের হুমকি অন্তঃসত্ত্বা মহিলা সহ স্থানীয়দের।

  • TV9 Bangla
  • Published On - 11:31 AM, 6 Apr 2021
Bengal Election 2021 : শ্লীলতাহানির অভিযোগ, তারকেশ্বরে জওয়ানকে জুতোপেটা
ছবিঃ TV9 Bangla

বাংলা নির্বাচনের (West Bengal Assembly Election) তৃতীয় দফা উত্তপ্ত বাসন্তীর সোনাখালিকে ঘিরে। তৃণমূল (TMC) কর্মীর বাড়ি থেকে উদ্ধার ২ ড্রাম ভর্তি তাজা বোমা। ফেরার অভিযুক্ত। বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের।

অন্যদিকে শ্লীলতাহানির অভিযোগে জওয়ানকে জুতোপেটার ঘটনায় সরগরম তারকেশ্বর। (Tarakeswar)। পাশাপাশি বারুইপুরের বেলেগাছিতে খোলাখুলি প্রাণনাশের হুমকি অন্তঃসত্ত্বা মহিলা সহ স্থানীয়দের।

‘বুথের আশেপাশে দেখলে রাতে ব্যবস্থা নেওয়া হবে’, স্থানীয়দের শাসিয়েছে গুন্ডাবাহিনী। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। ভোটের সব খবর সবার আগে TV9 বাংলায়।