Natabari Assembly Election Result 2021 Live Update in Bengali: নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের জোর টক্কর, লাইভ আপডেটস

Natabari Assembly Election Result 2021 Live Update in Bengali: নাটাবাড়িতে শেষ হাসি হাসবে কে?

Natabari Assembly Election Result 2021 Live Update in Bengali: নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের জোর টক্কর, লাইভ আপডেটস
নাটাবাড়ি বিধানসভা
Follow Us:
| Edited By: | Updated on: May 02, 2021 | 2:25 PM

আট দফার বিধানসভা ভোট পর্ব শেষ। এবার ফলাফলের অপেক্ষা। পশ্চিমবঙ্গের (West Bengal) কোচবিহার জেলায় (Coochbihar District) অবস্থিত নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র (Natabari Assembly Seat)। একুশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ (Rabindra Nath Ghosh), বিজেপির (BJP) প্রার্থী মিহির গোস্বামী (Mihir Goswami) আর সংযুক্ত মোর্চা সমর্থিত বাম (CPIM) প্রার্থী আকিক হাসান (Akik Hassan)। ২০২১-এর বিধানসভা নির্বাচনে ভোট হয়েছে ৮ দফায়। এই নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ও নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বাধীন বিজেপি, দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ লড়াই। এক নজরে দেখে নেওয়া যাক ভোটের ফল

♦ নবম রাউন্ডের শেষে এগিয়ে বিজেপি।

২০১৬ বিধানসভা নির্বাচনে নাটাবাড়ির ছবি

তৃণমূলের রবীন্দ্রনাথ ঘোষ বর্তমানে নাটাবাড়ির বিধায়ক। ২০১৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ ১৫১৫৭ ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছিলেন সিপিএমের তমসর আলিকে। তৃণমূলের প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ পেয়েছিলেন ৯৩ হাজার ভোট আর তমসর আলি পেয়েছিলেন ৭৭ হাজার টি ভোট। বিজেপির প্রার্থী আলি হোসেন ছিলেন তৃতীয় স্থানে। তিনি পেয়েছিলেন ২১ হাজার ভোট।

মোট ভোটারের সংখ্যা

২০১৬ বিধানসভার নিরিখে নাটাবাড়ি বিধানসভা আসনে মোট ভোটারের সংখ্যা ছিল ২,২৩,৭৪৭। এর মধ্যে ভোট দিয়েছিলেন ১,৯৯,৭১৩।

বিগত নির্বাচনের পরিসংখ্যান

বর্তমান বিধায়ক: রবীন্দ্রনাথ ঘোষ

মোট প্রাপ্ত ভোট: ৯২,২৫৭

মোট ভোটার: ২২৩৭৪৭

ভোট শতাংশ: ৮৯.২৬

মোট প্রার্থী: ৬