ভোট পরবর্তী হিংসা বাগনানে, বিজেপি কর্মীদের বাড়িতে ‘ভাঙচুর’

ভোট-পরবর্তী (West Bengal Assembly Election 2021) হিংসায় উত্তপ্ত বাগনান (Bagnan)।

ভোট পরবর্তী হিংসা বাগনানে, বিজেপি কর্মীদের বাড়িতে 'ভাঙচুর'
বাগনানে ভোট পরবর্তী হিংসা
Follow Us:
| Updated on: Apr 08, 2021 | 1:18 PM

হুগলি: ভোট-পরবর্তী (West Bengal Assembly Election 2021) হিংসায় উত্তপ্ত বাগনান (Bagnan)। বিজেপি (Bengal BJP) কর্মীদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ। তির তৃণমূলের (TMC) দিকে।

বুধবার রাতে বাগনানের তামুলতলা, জলপাই, নাচক গ্রামে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা প্রায় সাত থেকে আটটি বাড়ি ভাঙচুর করে। পরে এলাকায় বোমাবাজি করা হয়। চলে বেপরোয়া লুটপাঠও। বিজেপির অভিযোগ, গতকাল রাতে তৃণমূলের বাইক বাহিনী বাগনানের এই গ্রাম গুলিতে তাণ্ডব চালায়।

আরও পড়ুন: মিঠুনের রোড- শোতে ‘না’, পুলিশের সঙ্গে চরম বচসা শ্রাবন্তীর! পর্ণশ্রী থানায় ধুন্ধুমার

বিজেপির বক্তব্য, ভোটে ওই গ্রামগুলি থেকে তৃণমূল জিততে পারবে না বলেই হামলা চালিয়েছে। ঘটনার খবর পেয়ে রাতে পৌঁছায় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ঘটনাস্থল থেকে বেশ কিছু বোমা উদ্ধার করা হয়েছে। এখনও থমথমে গোটা এলাকা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা।