প্রার্থীর নাম ঘোষণার আগেই বিমান বন্দ্যোপাধ্যায়ের নামে শুরু দেওয়াল লিখন!

আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Elections 2021) বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসাবে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) নামে দেওয়াল লেখার কাজ শুরু হল।

প্রার্থীর নাম ঘোষণার আগেই বিমান বন্দ্যোপাধ্যায়ের নামে শুরু দেওয়াল লিখন!
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Feb 28, 2021 | 2:33 PM

দক্ষিণ ২৪ পরগনা: নির্বাচনের (West Bengal Assembly Elections 2021) নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। লাগু হয়ে গিয়েছে নির্বাচন বিধি। তবে প্রার্থী ঘোষণার আগেই বারুইপুরে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) নামে দেওয়াল লিখন শুরু হল।

আট দফার নির্বাচনে এখনও পর্যন্ত কোন রাজনৈতিক দল নিজেদের প্রার্থীদের তালিকা প্রকাশ করেনি। দলের অভ্যন্তরের সেই তালিকা তৈরি নিয়ে জোর তৎপরতা চলছে। এর মধ্যেই বারুইপুর পুর এলাকার বিভিন্ন এলাকায় আসন্ন বিধানসভা নির্বাচনে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসাবে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লেখার কাজ শুরু হল।

নেত্রীর ঘোষণার আগেই দেওয়াল লিখনে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে তৃণমূল নেতৃত্ব। এ বিষয়ে খোদ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “দলের কর্মীরা অতি উৎসাহে এই কাজ করেছে। দল এখনও প্রার্থী তালিকা ঘোষনা করেনি। তাই না লিখলেই ভালো হত।”

আরও পড়ুন: ‘আমারই নাম কিন্তু টুম্পা’, প্যারোডির আক্ষরিক অর্থ বোঝাতে কার হাত ধরে ব্রিগেডে শ্রীলেখা?

উল্লেখ্য, কিছুদিন আগেই নেত্রীর ঘোষণার আগেই প্রার্থী হিসাবে নিজের নাম ঘোষণা করেছেন হাওড়া শিবপুরের তৃণমূল বিধায়ক জটু লাহিড়ি। তৃণমূল নেত্রী অবশ্য তারও অনেক আগে নন্দীগ্রামে প্রার্থী হিসাবে নিজের নাম ঘোষণা করে দিয়েছেন।