
দেখুন কাণ্ড। যাচ্ছিলেন জারিন খানের স্মরণ সভায়। আর সেখানে গিয়ে এমন ঘটবে, তা আন্দাজও করতে পারেননি বলিউড সুপারস্টার জিতেন্দ্র। বড় দুঘর্টনার থেকে কপাল জোরে বাঁচলেন অভিনেতা।
কী ঘটল জিতেন্দ্রর সঙ্গে?
কয়েকদিন আগেই প্রয়াত হন বলিউড অভিনেতা সঞ্জয় খানের স্ত্রী অভিনেত্রী জারিন খান। যাঁর আরেকটি পরিচয়, তিনি হৃতিক রোশনের প্রাক্তন শাশুড়ি অর্থাৎ সুজানের মা। সোমবার জারিনের স্মরণসভা আয়োজন করেছিল তাঁর পরিবার। আর সেখানেই শ্রদ্ধা জানাতে এসে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন জিতেন্দ্র।
সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, গাড়ি থেকে নেমে স্মরণসভার দিকে যাচ্ছিলেন জিতেন্দ্র। গাড়ি নামার পর খেয়াল করেননি তাঁর পায়ের সামনের সিঁড়ি। হোঁচট খেলে মাটিতে একেবারে মুখ থুবরে পড়লেন অভিনেতা। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষী তাঁকে মাটি থেকে তুলে ধরলেন।
এই ভিডিয়োটি ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। এই ভিডিয়ো দেখে জিতেন্দ্রর অনুরাগীরা দুশ্চিন্তা প্রকাশ করেছেন। যদিও সূত্র বলছে খুব একটা আঘাত পাননি অভিনেতা। এরপর তিনি জারিনের স্মরণসভায় সময় কাটিয়েই বাড়ি ফেরেন।