দেখতে সুন্দর, কিন্তু মনটা… ঐশ্বর্য-অভিষেকের ঝগড়ায় আগুন দিলেন অমিতাভ?
এমনিতেই ঐশ্বর্য ও অভিষেককে ঘিরে নিত্য অশান্তি বচ্চন পরিবারে। প্রকাশ্যে এসব কিছু নিয়ে বচ্চন পরিবারের কেউ মুখ না খুললেও, যা রটেছে, তা হল অভিষেক ও ঐশ্বর্যের বনিবনা হচ্ছেই না।

এমনিতেই ঐশ্বর্য ও অভিষেককে ঘিরে নিত্য অশান্তি বচ্চন পরিবারে। প্রকাশ্যে এসব কিছু নিয়ে বচ্চন পরিবারের কেউ মুখ না খুললেও, যা রটেছে, তা হল অভিষেক ও ঐশ্বর্যের বনিবনা হচ্ছেই না। এমনকী, নিন্দুকরা প্রথমে এই অশান্তির নেপথ্যে জয়া বচ্চন ও শ্বেতা বচ্চনের কথা বললেও, অমিতাভও যে অশান্তির আগুনে পারদ ঢালতে ওস্তাদ, তা বোঝা গেল সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতিতে। বাঁকা কথায়, অমিতাভ যে বউমা ঐশ্বর্যকেই খোঁচা দিয়েছেন, তা স্পষ্ট অমিতাভের নতুন মন্তব্যে।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতিতে এক তরুণী প্রতিযোগী অমিতাভকে সোজা জিজ্ঞাসা করে বসেন, আপনার বউমা ঐশ্বর্য তো দারুণ সুন্দরী। তাঁর সৌন্দর্যকে ভাষায় প্রকাশ করা যায় না। আপনি তো ওর সঙ্গেই থাকেন এক বাড়িতে। একটু সুন্দর থাকার টিপস দেবেন!
প্রতিযোগীর আবদারে প্রথমে একটু হতবাক হলেও, পরে একটু রাশভারি কণ্ঠে অমিতাভ বলেন, হ্যাঁ, ঐশ্বর্য সত্য়িই খুব সুন্দরী। আমরা সবাই জানি। কিন্তু মুখের সৌন্দর্য সারাজীবন থাকে না। বরং মন থেকে সুন্দর থাকাটাই সবচেয়ে বেশি জরুরি। কারণ, মনের সৌন্দর্যই জীবনকে এগিয়ে নিয়ে যায়। সবাইকে ভালবাসা শেখায়। এটা অত্য়ন্ত জরুরি। তাই মুখশ্রীর থেকেও মনটাকে সুন্দর করতে হবে!
এই খবরটিও পড়ুন




অমিতাভের এমন মন্তব্য নিয়ে বলিপাড়ার নিন্দুকরা তৎপর। নিন্দুকরা মনে করছেন, আড়ালে, আবডালে, শব্দের জাদুকরিতে বউমাকেই আসলে খোঁচা দিয়েছেন অমিতাভ। আর এই খোঁচাই নাকি অভিষেক ও ঐশ্বর্যর ঝগড়ায় বারুদের মতো কাজ করবে! অন্তত, নেটপাড়া এমনটাই মনে করছে।





