ফেক ভিডিয়ো পোস্ট, মাধবনকে মেসেজ করেন অনুষ্কা, কী ঘটেছিল জানুন

সেলিব্রিটিরা আজকাল এআই-ডিপফেক ভিডিও থেকে নিরাপদ নন। সম্প্রতি অভিনেতা আর মাধবন এমন একটা ভিডিও দেখে প্রতারিত হয়েছিলেন, যেখানে ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে দেখা যায় ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির প্রশংসা করছেন। ভিডিওটি এতটাই বাস্তব ছিল যে মাধবন গর্বের সঙ্গে সেটি শেয়ার করেন — কিন্তু পরে অভিনেত্রী ও বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা তাঁকে সতর্ক করেছেন যে, এটি আসলে একটি এআই-তৈরি ভিডিও।

ফেক ভিডিয়ো পোস্ট, মাধবনকে মেসেজ করেন অনুষ্কা, কী ঘটেছিল জানুন

| Edited By: Bhaswati Ghosh

Aug 13, 2025 | 8:39 AM

সেলিব্রিটিরা আজকাল এআই-ডিপফেক ভিডিও থেকে নিরাপদ নন। সম্প্রতি অভিনেতা আর মাধবন এমন একটা ভিডিও দেখে প্রতারিত হয়েছিলেন, যেখানে ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে দেখা যায় ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির প্রশংসা করছেন। ভিডিওটি এতটাই বাস্তব ছিল যে মাধবন গর্বের সঙ্গে সেটি শেয়ার করেন — কিন্তু পরে অভিনেত্রী ও বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা তাঁকে সতর্ক করেছেন যে, এটি আসলে একটি এআই-তৈরি ভিডিও।

এক কথোপকথনে মাধবন বলেন, “হ্যাঁ, আসলে, একটি রিলস আমি দেখেছিলাম যেখানে কেউ বিরাট কোহলির ভূয়সী প্রশংসা করছিল। আমি তো ভাবলাম রোনাল্ডোই… কীভাবে ও কোহলির ব্যাটিং উপভোগ করে আর কী বিশাল লেজেন্ড ভাবে তাঁকে। আমি গর্বের সঙ্গে সেটা ফরোয়ার্ড করলাম, ইনস্টাগ্রামে দিলাম, আর তারপর অনুষ্কা আমাকে মেসেজ করল – ভাই, এটা ভুয়ো, এটা এআই।”

তিনি স্বীকার করেন, এটা বিব্রত হওয়ার মতো ছিল। কিন্তু মূল্যবান শিক্ষা হিসেবেও দেখেছেন মাধবন — যা আমরা অনলাইনে শেয়ার করি, তা যাচাই করা কতটা জরুরি। “এটা সত্যিই খুব বিব্রতকর, মানে, আরে! এমনকী আমি, যে মোটামুটি সচেতন, সেও পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেলাম। আর যখন অনুষ্কা আমাকে বলল ত্রুটিগুলো, তখন বুঝলাম – আরে হ্যাঁ, এটা তো বড় গোলমাল। তাই খুব সাবধানে শেয়ার করতে হবে, যেন যা ফরোয়ার্ড করছি, তা সত্যিই বিশ্বাসযোগ্য হয়”, বক্তব্য মাধবনের।

তারকারা সতর্ক করার চেষ্টা করলেও, এমন ভিডিওর সংখ্যা সোশ্যাল মিডিয়াতে বাড়ছে। বহু মানুষ সেগুলোকে আসল বলে ভুল করছেন। এর পরিণতি কী হবে, তা নিয়ে আশঙ্কায় বহু তারকা।