সর্বকালের সব থেকে ব্যবসায়িকভাবে সফল ছবির রেকর্ড জেমস ক্যামেরনের ‘অবতার

জুলাই ২০১৯-এ ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছাড়িয়ে যায় ‘অবতার’কে। আবার সেই পাশা উল্টে গেল।

সর্বকালের সব থেকে ব্যবসায়িকভাবে সফল ছবির রেকর্ড জেমস ক্যামেরনের ‘অবতার
অবতার।
Follow Us:
| Updated on: Mar 15, 2021 | 3:37 PM

সর্বকালের সবথেকে ব্যবসায়িকভাবে সফল ছবির রেকর্ড গড়ল ‘অবতার’, পিছিয়ে গেল ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম। আজ ‘ডিজনি’ নিশ্চিত করল, জেমস ক্যামেরনের পরিচালিত ‘অবতার ’ গ্লোবাল বক্স অফিসে সর্বকালের সবচেয়ে গ্রসিং ছবি।

 

আরও পড়ুন ‘বাফটা’-তে মনোনয়ন, আদর্শ গৌরবকে শুভেচ্ছা জানাল আমূল

 

 

এক প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার চিনে রি-রিলিজ হয়েছিল ‘অবতার ’, এবং মাত্র দুদিনে মার্কিনি মুদ্রায় প্রায় ১২.৩ মিলিয়ন ডলার অর্থালাভ করে ছবি। বিশ্বব্যাপী গ্লোবাল বক্সঅফিসে ২.৮০২ বিলিয়ন মার্কিন ডলার অর্থালাভ করে শীর্ষে রয়েছে ‘অবতার’। অন্যদিকে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর আয় প্রায় ২.৭৯৭ বিলিয়ন ডলার।

‘অবতার’ এখন প্রযোজনা সংস্থা ‘ডিজনি’র সম্পত্তি। ক্যামেরনের ছবি টাইটানিক (১৯৯৭) হারিয়ে টপ সেলিং গ্লোবাল রিলিজের আসন ছিনিয়ে নিয়েছিল ‘অবতার’।

 

 

View this post on Instagram

 

A post shared by Zoe Saldana (@zoesaldana)

 

জুলাই ২০১৯-এ ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছাড়িয়ে যায় ‘অবতার’কে। আবার সেই পাশা উল্টে গেল।

‘অবতার’-এর প্রযোজক জন লান্ডাও বলেন, “এই দুর্দান্ত মাইলস্টোনে পৌঁছে আমরা গর্বিত, তবে জিম (ক্যামেরন) এবং আমি সবচেয়ে শিহরিত হয়েছি যে এই অভূতপূর্ব সময়ে ফিল্ম প্রেক্ষাগৃহে ফিরে এসেছে এবং আমরা চিনের সিনেমাপ্রেমীদেরকে এই ছবিকে সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই”

 

 

২০২২ এবং ২০২৪ সালে দুই কিস্তিতে মুক্তি পেতে চলেছে ‘অবতার’-এর পরবর্তী দুই অধ্যায়।

জন লান্ডাও  এ প্রসঙ্গে বলেন “আমরা পরবর্তী ‘অবতার’ ফিল্ম নিয়ে কঠোর পরিশ্রম করছি এবং বছরের পর বছর ধরে এই মহাকাব্যটির ধারাবাহিকতা ভাগ করে দর্শকের সামনে নিয়ে আসার প্রত্যাশায় আছি,”

রুসো ব্রাদার্স (‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর পরিচালকরা) ক্যামেরনকে এই ছবির জন্য অভিনন্দনও জানিয়েছেন।