ব্র্যাড পিট ‘জন্মগত অ্যাথলিট’, কেমন এমন কথা বললেন ‘বুলেট ট্রেন’-এর স্টান্ট কো-অর্ডিনেটর?

লেখক কোটারো ইসাকার লেখা জাপানি বই ‘মারিয়া বিটেল’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে ‘বুলেট ট্রেন’। ‘হিটমেন’ এবং ভাড়াটে গুণ্ডাদের মধ্যে মারপিট, তা-ও টোকিয়ো শহরের এক ট্রেনে। এ গল্পই ফুটে উঠবে স্ক্রিনে।

ব্র্যাড পিট ‘জন্মগত অ্যাথলিট’, কেমন এমন কথা বললেন ‘বুলেট ট্রেন’-এর স্টান্ট কো-অর্ডিনেটর?
ব্র্যাড পিট।
Follow Us:
| Updated on: Mar 30, 2021 | 7:29 PM

হলিউড অভিনেতা ব্র্যাড পিট তাঁর আসন্ন ছবিতে যাবতীয় স্টান্ট করবেন নিজেই। ‘বুলেট ট্রেন’ ছবির দ্বিতীয় ইউনিট ডিরেক্টর এবং স্টান্ট কো-অর্ডিনেটর গ্রেগ রেমেন্টার সংবাদমাধ্য়মকে জানিয়েছেন, ৯৫ শতাংশ ফিজ়িক্যাল স্টান্ট ব্র্য়াড নিজে ‘পারফর্ম’ করছেন। শুধু স্টান্ট নয়, অ্যাকশন এবং ফাইট সিকোয়েন্সও ‘পারফর্ম’ করেছেন ব্র্য়াড খোদ।

পিপল ম্যাগাজিনের এক প্রতিবেদন অনুযায়ী রেমেন্টার বলেছেন, “অস্কার বিজয়ী অভিনেতা (ব্র্য়াড) তাঁর আসন্ন ছবিতে বেশিরভাগ স্টান্ট নিজেই পারফর্ম করেছেন।” তিনি আরও বলেন, “৯৫ শতাংশ ফিড়িক্যাল স্টান্টস ব্র্যাড নিজে করেছেন। ও একেবারে জন্মগত অ্যাথলিট। ও পেরেছে।”

 

আরও পড়ুন গাড়ি থেকে নেমেই স্যানিটাইজার ছেটাতে শুরু করলেন ‘করোনা নেগেটিভ’ গওহর

 

লেখক কোটারো ইসাকার লেখা জাপানি বই ‘মারিয়া বিটেল’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে ‘বুলেট ট্রেন’। ‘হিটমেন’ এবং ভাড়াটে গুণ্ডাদের মধ্যে মারপিট, তা-ও টোকিয়ো শহরের এক ট্রেনে। এ গল্পই ফুটে উঠবে স্ক্রিনে।

‘ডেডপুল-২’ খ্যাত ডেভিড লেচ ছবির পরিচালক। তারকাখচিত ফিল্মে ব্র্যাড ছাড়াও রয়েছেন সান্ড্রা বুলক, জোই কিং, আরোন টেলর-জনসন, ব্রায়ান টাইরি হেনরি, হিরোউকি সোনাডা, অ্যান্ড্রিউ কোজি।

 

 

রেমেন্টার আরও বলেছেন, “আমি এমন কোনও ছবি করিনি, যেখানে এতগুলো বড়় তারকা একসঙ্গে ফিজ়িক্যাল মুভমেন্টের ট্রেনিংয়ে এতটা ভাল করেছে।” তবে শুধু ব্র্যাড নন, বয়সে ব্র্যাডের চেয়ে মাত্র এক বছরের বড় হলিউডের আর এক প্রথম সারির নায়ক টম ক্রুজও ‘মিশন ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজ়ির বেশিরভাগ ছবির স্টান্ট নিজে পারফর্ম করেছিলেন। তবে ব্র্যাড পিট এবং টম দুজনে সমবয়সী হওয়া সত্বেও টমের মতো খ্যাতি হয়তো গড়ে তুলতে পারেননি ব্র্যাড। এর প্রধান কারণ টমের মতো এত সংখ্যক অ্যাকশনধর্মী ছবি ব্র্যাডের ঝুলিতে নেই। তবে মারকাটারি দৃশ্যে ব্র্যাডের স্টান্ট দেখার জন্য যে মুখিয়ে থাকবেন দর্শক, তা বলার আর অপেক্ষা  থাকে না।