KGF 2: রেকর্ড টাকায় বিক্রি হল কেজিএফ ২, কত কোটিতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি, সংখ্যা শুনে চমকে যাবেন

OTT Release: ঝড়ের গতিতে ভাইরাল হওয়ার ছবির দাপট এবার ওটিটিতে। ওটিটি-তে মিলছে কেজিএফ চ্যাপ্টার ওয়ান। এবার পালা চ্যাপ্টার ২-এর।

KGF 2: রেকর্ড টাকায় বিক্রি হল কেজিএফ ২, কত কোটিতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি, সংখ্যা শুনে চমকে যাবেন
Follow Us:
| Edited By: | Updated on: May 05, 2022 | 1:05 PM

সিনে দুনিয়ায় এখন দক্ষিণী ছবির দাপট। পুষ্পা, আরআরআর ছবির পর আবারও বক্স অফিসে ঝড় তুলেছে কেজিএফ ২। যশ অভিনীত কেজিএফ ছবির ক্ষেত্রেও একইভাবে ব্যপক উত্তোজনা দেখা গিয়েছিল ভক্তদের মধ্যে। সেই ছবির বক্স অফিস রেকর্ডে নজর রেখেই এবার আরও এক ধাপ এগিয়ে গেল চ্যাপ্টার ২। সেই আভাসই স্পষ্ট করে তুলেছিল কেজিএফ ২ ছবির আগাম টিকিট বুকিং। বাহুবলী ২ ছবির দাপট থেকেই দক্ষিণী দুনিয়ার ছবি নিয়ে ঝড় উঠেছে ভক্তমনে। বর্তমানে চার থেকে পাঁচ ভাষায় ছবি মুক্তির পাশাপাশি বলিউডের স্টারদের উপস্থাপনার সুযোগ করে দেওয়ার ফলে সর্বভারতীয় স্তরে জায়গা করে নিয়েছে দক্ষিণী ছবি।

বাহুবলীর বক্স অফিস আয় সেট করেছিল একটি ল্যান্ডমার্ক। তাকে ছাপিয়ে গিয়ে সকলকে চমকে দেয় আরআরআর ছবির বক্স অফিস রিপোর্ট। প্রথম দিন কেবল হিন্দি ভাষায় আরআরআর আয় করেছিল মোটের ওপর ২০ কোটি টাকা। কিন্তু কোথাও গিয়ে যেন কেজিএফ ২ ছবি মুক্তির আগেই পাল্টে গিয়েছিল পুরোনো অঙ্ক। কারণ একটাই, কেজিএফ ২-এ প্রি বুকিং-এ টিকিট বিক্রি হয় মোটের ওপর ২১ কোটি টাকা। যার ফলে বোঝাই গিয়েছিল মুক্তির আগেই ছবি নিয়ে মাতামাতি তুঙ্গে। ঝড়ের গতীতে ভাইরাল হওয়ার ছবির দাপট এবার ওটিটিতে। ওটিটি-তে মিলছে কেজিএফ চ্যাপ্টার ওয়ান। এবার পালা চ্যাপ্টার ২-এর।

কবে কোথায় মুক্তি! সম্ভাব্য তারিখ হল ২৭ মে, যদিও কোন ওটিটি প্ল্যাটফর্মে তা মুক্তি পেতে চলেছে, তা এখনও স্পষ্ট হয়নি। তবে কত টাকায় চুক্তি হয়েছে, তা ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়। মোটের ওপর সূত্রের খবর অনুযায়ী ৩২০ কোটি টাকা। সলমন খানের হিট ছবি ভারতের বক্স অফিস আয়ের সমান। তিনশো কোটির ক্লাবে পৌঁছানোটা যেখানে বলিউডের জন্য চ্যালেঞ্জ হয়ে গিয়েছে, সেখানেই কেবল ওটিটি থেকেই এই পরিমাণ টাকা পকেটে পুরলো কেজিএফ ২।