তেরো বছর পর দীপিকার পোস্টে ফিরল ‘শান্তিপ্রিয়া’

শুভঙ্কর চক্রবর্তী

শুভঙ্কর চক্রবর্তী |

Updated on: Nov 24, 2020 | 12:50 PM

‘স্বপ্নে দেখা রাজকন্যা’। তাঁর লম্বা কালো চুল। তাতে হেয়ারব্যান্ড। কাজল চোখ। মুখ নিচু করে কথা বলা। মৃদু হাসি। সব যেন স্মৃতিতে অবিকল, আজও। তাই এতগুলো বছর পেরিয়েও দীপিকা বিদায় জানাতে পারেনি  শান্তিপ্রিয়াকে।

তেরো বছর পর দীপিকার পোস্টে  ফিরল ‘শান্তিপ্রিয়া’
ইনস্টাগ্রাম-এ বদলে গেল নাম-ডিপি

TV9 বাংলা ডিজিটাল: ‘এক চুটকি সিন্দুর কি কিমত তুম কেয়া জানো রমেশ বাবু…’—শান্তিপ্রিয়া (ওম শান্তি ওম)। তেরো বছর পরও শান্তিপ্রিয়া (Deepika Padukone) আজও সেই ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। তাঁর লম্বা কালো চুল। তাতে হেয়ারব্যান্ড। কাজল চোখ। মুখ নিচু করে কথা বলা। মৃদু হাসি। সব যেন স্মৃতিতে অবিকল, আজও। তাই এতগুলো বছর পেরিয়েও দীপিকা বিদায় জানাতে পারেনি  শান্তিপ্রিয়াকে।

Om Shanti Om 1

‘ওম শান্তি ওম’-সেট এ দীপিকা

তাঁর প্রথম ছবির চরিত্রকে ঘিরে এখনও রয়েছে নস্ট্যালজিয়া। এবং সে কারণে তেরো বছর পুরনো ছবির গল্প আবার উঠে এল সোশ্যাল মিডিয়ায়। নিজের ইনস্টা-টুইটার হ্যান্ডেলের নাম পাল্টে ফেলে লিখলেন ‘শান্তিপ্রিয়া’। বদলে দিলেন প্রোফাইল ছবি। সাদা-কালো ববি প্রিন্টের পোশাক, মাথায় কালো হেয়ারব্যান্ড।

Om Shanti Om 2

কিং খান যখন মধ্যমণি

পোস্ট করলেন তিন-তিনটে ‘ওম শান্তি ওম’-এর শুটিং স্টিলস। প্রথমটি ‘ক্যায়সে নয়নো সে নয়ন মিলাউ সজনা’ গানের শুটিংয়ের ছবি। দ্বিতীয়টিতে কিং খান (Shah rukh khan) মধ্যমণি, তাঁর হাতে র‌্যাকেট। এক পাশে পরিচালক ফারহা খান (Farah khan)। আরেক পাশে দীপিকা নিজে। তৃতীয়টিতে ক্যামেরার পিছনে দাঁড়িয়ে ক্যামেরা মন দিয়ে তা শেখার চেষ্টা চালাচ্ছেন।

Om shanti Om 3

ক্যামেরার পিছনে ‘শান্তিপ্রিয়া’

View this post on Instagram

Only & Only Gratitude…🙏🏽 #13YearsOfOmShantiOm #13YearsOfShantiPriya @farahkhankunder @iamsrk

A post shared by Deepika Padukone (@deepikapadukone) on

‘ওম শান্তি ওম’ ছবিতে অভিনয় করার আগে দীপিকা ছিলেন একজন মডেল। প্রয়াত ডিজাইনার ওয়েন্ডেল রডরিক্সের সঙ্গে কাজ করছিলেন সে সময়ে। ওয়েন্ডেল, দীপিকা প্রসঙ্গেমালাইকা আরোরা খানের সঙ্গে কথা বলেন। পরে মালাইকা দীপিকার অভিনয় দক্ষতা নিয়ে কথা বলেন পরিচালক ফারহা খানের সঙ্গে। আর তারপর বাকিটা ইতিহাস! দীপিকা শকুন বতরার পরের ছবিতে সিদ্ধান্ত চতুর্বেদী এবং অনন্যা পান্ডের সঙ্গে অভিনয় করতে চলেছেন। এছাড়া দক্ষিণী অভিনেতা প্রভাসের সঙ্গেও ছবি করতে চলেছেন দীপিকা।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla