দীপিকা পাড়ুকোনের ম্যানেজার হলেন করিশ্মা প্রকাশ। তাঁর বার্ষিক আয় প্রায় ৪ থেকে ৫ কোটি টাকা।
২০১৯ সাল থেকে ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে কাজ করছেন অর্চনা সদানন্দ। তাঁর বছরে আয় প্রায় ৮ কোটি টাকা।
সম্প্রতি ভাইজান সলমন খানের জীবনের উপর দিয়ে অনেক ঝড় বয়ে গিয়েছে। নায়কের ম্যানেজার জর্ডি পটেলকেই অনেকটা সামলাতে হয়েছে। তাঁর বার্ষিক আয় সঠিক ভাবে জানা না গেলেও জর্ডির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা।
অক্ষয় কুমারের ম্যানেজার জেনবিয়া কোহলার বার্ষিক আয় ২.৫ কোটি টাকা।
ম্যানেজারের কথা ছাড়া বলিউড তারকারা এদিক থেকে ওদিক যায় না। পুনম দমনিয়া হলেন করিনা কাপুর খানের ম্যানেজার। তাঁর বার্ষিক আয় ৩ কোটি টাকা।
রণবীর সিংয়ের ম্যানেজার সুজান রডরিগ। বহু বছর ধরে নায়কের সঙ্গে কাজ করছেন তিনি। শোনা যায় তাঁর বার্ষিক আয় ২ কোটি টাকা।
প্রিয়াঙ্কা চোপড়া হলেন এখন গ্লোবাল স্টার। তাঁর ম্যানেজারের তাই দায়িত্বও এখন আগের চেয়ে অনেকটা বেশি। প্রিয়াঙ্কার ম্যানেজার অঞ্জুলা আচারিয়ার বছরে আয় ৬ কোটি টাকা।
বলিপাড়ার অন্যতম জনপ্রিয় ম্যানেজার হলেন পূজা দাদলানি। শাহরুখ খানের রোজনামচা তাঁর হাতের মুঠোয়। পূজার বার্ষিক আয়ও অন্যান্যদের তুলনায় অনেকটা বেশি। বছরে পূজার আয় প্রায় ৭-৯ কোটি টাকা।