
গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ধর্মেন্দ্র। সূত্রের খবর অনুযায়ী, তাঁকে রাখা হয়েছে ভেন্টালেশনে। ধর্মেন্দ্রকে দেখতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে পৌঁছেছেন হেমা মালিনী। তবে বলিউডের এই বর্ষীয়ান অভিনেতার পরিবারের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে অভিনেতার টিমের তরফ থেকে জানানো হয়েছে, তাঁর অবস্থা এখন স্থিতিশীল। তিনি দ্রুত সুস্থ হয়ে যান, এটাই প্রার্থনার অনুরোধ অনুরাগীদের কাছে।
আগামী ডিসেম্বর মাসে ৯০ বছরে পা রাখবেন ধর্মেন্দ্র। ৯০ বছর বয়স হলেও, বলিউডে এখনও দাপটের সঙ্গে কাজ করে চলেছেন। জয়া বচ্চন ও শাবানা আজমির সঙ্গে জুটি বেঁধে করণ জোহরে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে তো তাঁর অভিনয় সিনেমার পর্দায় ম্যাজিক তৈরি করেছিল। এমনকী, সদ্য প্রকাশ্যে এসেছে তাঁর ‘ইক্কিস’ ছবির ঝলক। যেখানে ধর্মেন্দ্রকে বোঝাই যায় না তাঁর নব্বই বছর বয়স। তারই মাঝে খবরে এল ধর্মেন্দ্র হাসপাতালে।
ধর্মেন্দ্রর পরিবারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও মন্তব্য প্রকাশ করা হয়নি। কয়েকদিন আগেই শ্বাসকষ্ট হওয়ার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা স্থিতিশীলই ছিল। তবে সোমবার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে খবর। সূত্রের খবর অনুযায়ী, ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা তেমন আশঙ্কাজনক নয়। চিকিংসায় সাড়া দিচ্ছেন অভিনেতা। তবে যেহেতু অভিনেতার বয়স নব্বইয়ের দোড়গোড়ায়, সেহেতু কোনও ঝুঁকি নিতে চাইছেন না চিকিৎসকরা।