রাত ২ টোয় কৃতী স্যাননকে আচমকা ফোন হৃত্বিকের! বিছানায় শুয়েই কী করেছিলেন অভিনেত্রী?

সেই হৃত্বিক রোশনের প্রেমে যে হাবুডুবু খাবেন যে কোনও নায়িকা, তা তো বলাই বাহুল্য। ঠিক যেমন কঙ্গনা রানাওয়াতকে নিয়ে হৃত্বিকের সঙ্গে প্রেম গুঞ্জন। তবে এই গপ্পো হৃত্বিক ও তাঁর প্রেম নিয়ে নয়। বরং হৃত্বিকের প্রতি কৃতীর প্রেম নিয়ে।

রাত ২ টোয় কৃতী স্যাননকে আচমকা ফোন হৃত্বিকের! বিছানায় শুয়েই কী করেছিলেন অভিনেত্রী?

| Edited By: আকাশ মিশ্র

Nov 12, 2025 | 3:25 PM

তিনি বলিউডের গ্রিকগড। তাঁকে এক ঝলক দেখার জন্য হন্য়ে হয়ে পড়ে থাকেন মেয়েরা। ৫১ বছর বয়সেও, তাঁর ফিটনেস চ্য়ালেঞ্জ ছুঁড়তে পারে নতুন প্রজন্মকে। সেই হৃত্বিক রোশনের প্রেমে যে হাবুডুবু খাবেন যে কোনও নায়িকা, তা তো বলাই বাহুল্য। ঠিক যেমন কঙ্গনা রানাওয়াতকে নিয়ে হৃত্বিকের সঙ্গে প্রেম গুঞ্জন। তবে এই গপ্পো হৃত্বিক ও তাঁর প্রেম নিয়ে নয়। বরং হৃত্বিকের প্রতি কৃতীর প্রেম নিয়ে।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। হৃত্বিক রোশনের একেবারে অন্ধভক্ত কৃতী স্য়ানন। বলিউডে পা রাখার পর থেকেই হৃত্বিকের সঙ্গে দেখা করবেন, সিনেমা করবেন, সেটাই যেন রোজ রোজ প্ল্যান করতেন। কিন্তু সুযোগ এলেও, শেষমেশ কৃতীর এই স্বপ্নপূরণ হত না। শেষমেশ, যখন সুবর্ণ সুযোগ এল, তখন কৃতী ঘুমোচ্ছিলেন।

কী ঘটেছিল কৃতীর সঙ্গে?

সম্প্রতি কাজল-টুইঙ্কলের টক শোয়ে এসে হাজির হয়েছিলেন কৃতী স্য়ানন। সেখানেই হৃত্বিকের প্রতি তাঁর ভাললাগা নিয়ে কথা বললেন। সেখানেই জানালেন, ”টাইগার শ্রফ প্ল্যান করেছিলেন, হিরোপন্তি ছবিটি হৃত্বিককে দেখাবো। টাইগার আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলেন। তারপর একদিন রাত ২ টোর সময় হঠাৎ দেখি একটা অচেনা নম্বর দিয়ে ফোন আসছে। আমি ঘুমোচ্ছিলাম। ফোনটা দেখেও ধরিনি। তারপর সকালে উঠে ট্রু কলারে দেখি, ওটা হৃত্বিক রোশনের ফোন। অনেকক্ষণ চুপ করে বসেছিলাম। বুঝতে পারছিলাম না, কী করব। পরে বেলা বাড়তে হৃত্বিককে ফোন করি। আমাকে শুভেচ্ছা জানিয়ে ছিলেন হৃত্বিক। ওই দিনটা আজও ভুলতে পারি না।”