
করণ জোহরের আইকনিক টক শো ‘কফি উইথ করণ’-এ বলিউডের অধিকাংশ তারকাই হাজির হয়েছেন, কিন্তু কয়েকটি নাম আজও অনুপস্থিত, যার মধ্যে অন্যতম হল —ভারতীয় ক্রিকেটের স্টার, বলিউডের জামাই বিরাট কোহলি। যদিও বিরাটের স্ত্রী, অভিনেত্রী অনুষ্কা শর্মা একাধিকবার এই শো-তে এসেছেন। তবে আসেননি বিরাট। কারণ করণ জোহর কখনও তাঁকে নিমন্ত্রণ করেননি। কিন্তু কেন? এবার সেই রহস্য ভেদ করলেন খোদ করণ।
সানিয়া মির্জার পডকাস্ট সার্ভিং ইট আপ উইথ সানিয়া-তে অতিথি হিসেবে এসে করণ এই বিষয়ে মুখ খোলেন। সানিয়া তাঁকে প্রশ্ন করেন, “কোন সেই সেলিব্রিটি, যিনি বারবার শো-এর আমন্ত্রণ ফিরিয়ে দেন?” উত্তরে করণ বলেন, “রণবীর কাপুর। ও আগে এসেছে, কিন্তু গত তিন সিজন ধরে আমন্ত্রণ জানিয়েও রাজি করাতে পারিনি।” রণবীরকে শেষবার এই শোয়ে দেখা গিয়েছিলেন ২০১৬ সালে রণবীর সিংয়ের সঙ্গে।
এরপর সানিয়া করণকে জিজ্ঞেস করেন, “কে আছেন এমন, যিনি কোনওদিন কফি উইথ করণ-এর সোফায় বসেননি?” কিছুক্ষণ ভেবেই করণ উত্তর দেননি, কিন্তু সানিয়া যখন বিরাট কোহলির নাম তোলেন, তখনই করণ বলেন, “আমি আসলে কখনও বিরাটকে আমন্ত্রণ জানাইনি। আর এখন তো ক্রিকেটারদের একেবারেই ডাকছি না— বিশেষ করে হার্দিক (পান্ডিয়া) আর (কেএল) রাহুলের ঘটনাটা হওয়ার পর থেকে।”
উল্লেখ্য, ২০১৯ সালে হার্দিক পাণ্ডিয়া ও কেএল রাহুল করণ জোহরের শো-তে উপস্থিত হয়েছিলেন। সেই এপিসোডে তাঁদের কিছু মন্তব্যকে নারীবিদ্বেষী ও অশালীন বলে সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচনা হয়। বিতর্কের জেরে দু’জনকেই সাময়িকভাবে দল থেকে বাদও দেওয়া হয়েছিল। সেই ঘটনার পর থেকেই করণ জোহর ক্রিকেটারদের কফি উইথ করণ থেকে দূরে রাখার সিদ্ধান্ত নেন।