#Metoo: ‘আমার গোপনাঙ্গে ঘুষি মারত…’, বিস্ফোরক অভিযোগ জনপ্রিয় অভিনেত্রীর

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Updated on: Feb 04, 2023 | 11:40 AM

#Metoo: ইন্ডাস্ট্রিতে আবারও #মিটু-র অভিযোগ। এবার পরিচালক ও প্রযোজক গৌরাঙ্গ দোশীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন 'গন্দি বাত' খ্যাত অভিনেত্রী ফ্লোরা সাইনি।

#Metoo: 'আমার গোপনাঙ্গে ঘুষি মারত...', বিস্ফোরক অভিযোগ জনপ্রিয় অভিনেত্রীর
বিস্ফোরক অভিযোগ জনপ্রিয় অভিনেত্রীর

ইন্ডাস্ট্রিতে আবারও #মিটু-র অভিযোগ। এবার পরিচালক ও প্রযোজক গৌরাঙ্গ দোশীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন ‘গন্দি বাত’ খ্যাত অভিনেত্রী ফ্লোরা সাইনি। ফ্লোরা জানিয়েছেন, ওই প্রযোজকের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। যদিও সেই সম্পর্ক মোটেও সুখের হয়নি। লাগাতার অত্যাচার, মারধর, এমনকি যৌন নির্যাতনের মধ্যে দিয়েও যেতে হয়েছে তাঁকে। ফ্লোরার কথায়, “আমার ২০ বছর বয়সেই জীবন দৌড়তে শুরু করেছিল আমার। ১০টি ছবি কাজ করে ফেলেছিলাম। অনেক ডিজাইনারের সঙ্গেও কাজ করেছি। প্রেমেও পড়েছিলাম। একজন বিখ্যাত প্রযোজক ছিলেন তিনি। কিন্তু শীঘ্রই সব বদলে যেতে শুরু করে। উনি মারধর শুরু করেন। মুখের মধ্যে চড় এমনকি গোপনাঙ্গেও ঘুষি মারতেন লাগাতার।”

এখানেই শেষ হয় প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে আরও অভিযোগ এনেছেন তিনি। ফ্লোরার অভিযোগ, ওই ব্যক্তি। তাঁর ফোন কেড়ে নিয়েছিলেন। এমনকি তাঁকে নাকি কাজ করতেও বাধা দেওয়া হত। তিনি যোগ করেন। “১৪ মাসের জন্য কারও সঙ্গে কথা বলতে দেননি তিনি। এক সন্ধেতে আচমকাই আমার পাকস্থলীতে সজোরে ঘুষি মারেন তিনি। আমি পালিয়ে চলে আসি।” ঠিক হতে মাসের পর মাস সময় লেগেছিল তাঁর। অনেক চেষ্টার পর কেরিয়ারও ফিরে পেতে শুরু করেন তিনি। তবে এখন তিনি খুশি। জীবনে এসেছে নতুন ভালবাসা।

এই খবরটিও পড়ুন

জীবনে অন্ধকার এসেছিল। তবে অন্ধকার কাটিয়ে আবারও তিনি আলোর মুখোমুখি। আজও তিনি বিশ্বাস করেন রূপকথায়। তাঁর কথায়, “জীবনকে আগে এগিয়ে নিয়ে যেতে হয়। ভুল থেকেই শিক্ষা পেতে হয়। তাই জীবনের ম্যাজিকে বিশ্বাস হারানো উচিৎ নয়। আমি এখনও রূপকথায় বাঁচি।” জীবনে বেশ কিছু ভাল কাজের অংশ হয়েছেন ফ্লোরা। এর মধ্যে রয়েছে, ‘স্ত্রী’, ‘বেগম জান’, ‘গন্দি বাত’সহ অন্যান্য। এর মধ্যে ‘গন্দি বাত’-এর জন্য সমালোচিতও হতে হয়েছে তাঁকে। ১৯৯৯ সালে তেলুগু ছবি ‘প্রেম কোসাম’-এর মধ্যে দিয়ে অভিনয় জগতে ডেবিউ করেন তিনি। হিন্দি, তামিল, তেলুগু, ও কন্নড় ছবিতেও কাজ করেছেন তিনি।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla