Samantha Ruth Prabhu: বিচ্ছেদের যন্ত্রণা সামলে এবার ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে সামান্থা?

Sreesanth: সম্প্রতি সামান্থার আগামী ছবির নতুন একটি গান মুক্তি পেয়েছে সোশ্যাল মাধ্যমে। আর সেখানেই সামান্থার প্রেমিককে দেখা যায়।

Samantha Ruth Prabhu: বিচ্ছেদের যন্ত্রণা সামলে এবার ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে সামান্থা?
ভারতের বোলারের সঙ্গে সামান্থা...
Follow Us:
| Edited By: | Updated on: Apr 26, 2022 | 4:52 PM

আল্লু অর্জুনের (Allu Arjun) সঙ্গে ‘পুষ্পা’ (Pushpa) ছবিতে অভিনয়ের পর থেকেই খবরের শিরোনামে ঘুরে ফিরে এসেছে তাঁর নাম। তাঁর মোহময়ী চাহনি ও লাস্যের ফাঁদে ঘায়েল হয়েছে যুবা, জ়েন ওয়াই, জ়েন এক্স… একে-একে সকলেই। বর্তমানে শুধু দক্ষিণী নয়, দেশের বিনোদনের জগতে সবচেয়ে আলোচিত অভিনেত্রী তিনি, কথা হচ্ছে সামান্থা রুথ প্রভুকে (Samantha Ruth Prabhu) নিয়ে। তাঁর আগামী ছবি ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ (Kaathu Vaakula Rendu Kadhal) ইতিমধ্যেই সিনেপ্রেমীদের আলোচনার বিষয়বস্তু। এই ছবির পরিচালনা করছেন ভিগনেশ শিবান (Vignesh Shivan)।

বেশ কয়েক মাস আগেই ছবির নির্মাতা জানিয়েছিলেন, এই ছবিতে অভিনয় করছেন ভারতীয় ক্রিকেটার এস শ্রীশান্ত। সম্প্রতি জানা গেল, এই সিনেমায় সামান্থার প্রেমিকের চরিত্রে নাকি দেখা যাবে ভারতের বোলারকে।

সম্প্রতি সামান্থার আগামী ছবির নতুন একটি গান মুক্তি পেয়েছে সোশ্যাল মাধ্যমে। আর সেখানেই সামান্থার প্রেমিককে দেখা যায়। গানের ভিডিয়োতে দেখা যায়, শ্রীশান্তের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন সামান্থা। অবশেষে একসময়ে বিজয় সেতুপতির প্রেমেও পড়েন এই অভিনেত্রী!

দক্ষিণী বিনোদনের ওয়েবসাইট টলিউড.নেট-এর এক প্রতিবেদন অনুযায়ী, ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমার নায়িকার চরিত্রে দেখা যাবে সামান্থাকে। সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, ছবিতে রয়েছেন আরও এক বিখ্যাত অভিনেত্রী নয়নতারা।

নির্মাতার মতে, ত্রিকোণ প্রেমের গল্পে নির্ভর করে তৈরি হয়েছে ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমা। যদিও এই গল্পে হাস্যকৌতুকের ছোঁয়াও রয়েছে। এ ছবিতে বিজয়ের চরিত্রের নাম ‘র‍্যাম্বো’। নতুন ছবিতে নয়নতারার চরিত্রের নাম ‘কানমনি’, ‘খাতিজা’ চরিত্রে অভিনয় করবেন সামান্থা। আগামী ২৮ এপ্রিল সিনেমা মুক্তি পাবে বলে খবর সূত্রের।

আরও পড়ুন: এই সরকার প্রতিহিংসাপরায়ণ! কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে ডাক না পেয়ে ক্ষুব্ধ শ্রীলেখা

আরও পড়ুন: ক্লাস ফোর পর্যন্ত স্কুলেই যায়নি ‘সোনার কেল্লা’র মুকুল, অর্থাৎ অভিনেতা কুশল চক্রবর্তী; অভাব না অন্যকিছু, কী ছিল কারণ?

আরও পড়ুন: নিজে পরেছিলেন কাঁধ দেখানো জামা, মহিলাদের পোশাক নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়