পুষ্পা-র পথেই এবার রণবীর, পার্ট ৩ নিয়ে কোন সুখবর দিলেন অভিনেতা?

Ranbir Kapoor: ২০২৪-এর ডিসেম্বর ফিরিয়ে দেয় যে স্মৃতি। ২০২৩-এর শেষে একইভাবে দর্শক মনে জায়গা করে নিয়েছিল অ্যানিম্যাল। রণবীর কাপুর ও রশ্মিকা মন্দানার জুটিতে জমে উঠেছিল ছবি। পাশাপাশি অ্যাকশন ভরপুর এই চিত্রনাট্যে জমে গিয়েছিল ছবি। 

পুষ্পা-র পথেই এবার রণবীর, পার্ট ৩ নিয়ে কোন সুখবর দিলেন অভিনেতা?
Follow Us:
| Updated on: Dec 10, 2024 | 7:15 PM

পুষ্পা, বর্তমানে এই জ্বরেই কাবু গোটা দেশ। একের পর এক বক্স অফিস রেকর্ড ভাঙছে ছবি। মাত্র পাঁচ দিনেই ১০০০ কোটির দরজায় ‘পুষ্পা ২’। এরই মাঝে ঝড় তুলেছে আরও এক খবর। পুষ্পা ২-তেই গল্প ইতি হচ্ছে না। ফলে পুষ্পা রাজের অপেক্ষা জারি রইল আরও একবার। ছবির শেষেই স্পষ্ট, আসবে ‘পুষ্পা ৩’। তবে তার সঙ্গে রণবীর কাপুরের কী সম্পর্ক? রণবীর কাপুর, এবার পুষ্পা-র পথেই হাঁটতে চলেছেন। ২০২৩, রণবীর কাপুর ঝড় তুলেছিলেন বক্স অফিসে। ২০২৪-এর ডিসেম্বর ফিরিয়ে দেয় যে স্মৃতি। ২০২৩-এর শেষে একইভাবে দর্শক মনে জায়গা করে নিয়েছিল অ্যানিম্যাল। রণবীর কাপুর ও রশ্মিকা মন্দানার জুটিতে জমে উঠেছিল ছবি। পাশাপাশি অ্যাকশন ভরপুর এই চিত্রনাট্যে জমে গিয়েছিল ছবি।

সেই ছবির যে দ্বিতীয় পার্ট আসবে, তা সকলের জানা ছিল। তবে এবার রণবীর কাপুর খোলসা করে দিলেন, এই ছবিকেও পুষ্পার মতো তিন ভাগে ভাগ করা হবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর কাপুর বলেছেন, “ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভার্গা বর্তমানে অন্য একটি ছবির কাজ নিয়ে ব্যস্ত। এই ছবির কাজ শুরু হওয়ার সম্ভাবনা ২০২৭ সাল থেকে। ও এই ছবিকে তিনটে ভাগে ভাগ করার পরিকল্পনা করেছে। দ্বিতীয় পার্টের নাম অ্যানিম্যাল পার্ক।”

প্রসঙ্গত, সদ্য রণবীর কাপুর শেষ করেছেন রামায়ণ ছবির কাজ। এরপর তিনি অ্যানিম্যাল-এর শুট যে শুরু করছেন না, তা তাঁর মন্তব্যেই স্পষ্ট। কারণ ছবির কাজ যদি ২০২৭-এ শুরু হয়, তবে অনুমান করে নেওয়াই যায়, মাঝে অন্যান্য প্রজেক্টে যুক্ত থাকবেন অভিনেতা। যদিও সে প্রসঙ্গে এখনও কোনও স্পষ্ট খবর বলিউড সূত্রে মেলেনি।