সাইজ বাড়িয়ে বিপদ! স্তন ছোট করতে তড়িঘড়ি হাসপাতালে শার্লিন

২০২৩ সালের আগস্টে শার্লিন নিজের মুখে করা সমস্ত ফিলারও সরিয়ে নিয়েছিলেন। নিজের প্রকৃত রূপে ফিরে পাওয়ার জন্যে মরিয়া হয়ে উঠেছিলেন। এবার স্তন প্রতিস্থাপন অপসারণ করে আরও একটু স্বস্তি বোধ করলেন তিনি। শার্লিন স্পষ্টভাবে এও জানিয়েছেন, তাঁর এই সিদ্ধান্ত কোনওভাবেই ইমপ্লান্ট বা ফিলার ব্যবহারের বিরুদ্ধে নয়।

সাইজ বাড়িয়ে বিপদ! স্তন ছোট করতে তড়িঘড়ি হাসপাতালে শার্লিন

| Edited By: জয়িতা চন্দ্র

Nov 12, 2025 | 4:18 PM

শার্লিন চোপড়া। বলিউডের অন্যতম চর্চিত নাম। তিনি আরও একবার খবরের শিরোনামে। তবে এবার আর কোনও ভাইরাল ভিডিয়ো কিংবা বিতর্কিত মন্তব্যের জেরে নয়, বরং তিনি সকলের নজর কাড়লেন জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। ১১ নভেম্বর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করে তিনি জানান, শারীরিক নানা জটিলতার কারণে তিনি স্তন প্রতিস্থাপন (ব্রেস্ট ইমপ্লান্ট) অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন। চিকিৎসকদের পরামর্শে মঙ্গলবারই সম্পন্ন হয় সেই অস্ত্রোপচার।

শার্লিন বলেন, “গত কয়েক মাস ধরে আমি পিঠ, গলা, কাঁধ ও বুকের তীব্র ব্যথায় ভুগছিলাম। নানা পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, এই ব্যথার মূল কারণ আমার ভারী ইমপ্লান্ট। তাই নিজের সুস্থতা, শরীরের স্বাভাবিক শক্তি ফিরে পাওয়ার জন্যেই আমি স্থায়ীভাবে সেগুলি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি।”

এখানেই শেষ নয়, অভিনেত্রী আরও বলেন, “আমি কিছুটা চিন্তায় রয়েছি, আবার একইসঙ্গে ভীষণ উৎসাহিত। এই অতিরিক্ত বোঝাহীন নতুন জীবন ফিরে পাওয়ার জন্য আমি অপেক্ষা করতে পারছি না। ঈশ্বর যেন আমাকে এবং চিকিৎসকদের আশীর্বাদ করেন।”

অস্ত্রোপচার ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এরপর তিনি নিজেই সুস্থতার খবর শেয়ার করে নেন। ইনস্টাগ্রাম স্টোরিতে হাসপাতাল থেকে নিজের একটি ভিডিয়ো শেয়ার করে লেখেন, “হালকা বোধ করছি (Feeling lighter)।”

উল্লেখ্য, ২০২৩ সালের আগস্টে শার্লিন নিজের মুখে করা সমস্ত ফিলারও সরিয়ে নিয়েছিলেন। নিজের প্রকৃত রূপে ফিরে পাওয়ার জন্যে মরিয়া হয়ে উঠেছিলেন। এবার স্তন প্রতিস্থাপন অপসারণ করে আরও একটু স্বস্তি বোধ করলেন তিনি। শার্লিন স্পষ্টভাবে এও জানিয়েছেন, তাঁর এই সিদ্ধান্ত কোনওভাবেই ইমপ্লান্ট বা ফিলার ব্যবহারের বিরুদ্ধে নয়। তাঁর এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। পাশাপাশি শার্লিন এও স্পষ্ট করে দেন, তাঁর শারীরিক অবস্থা ভাল না থাকার কারণে ডাক্তারের পরামর্শে এই সিদ্ধান্ত নিয়েছেন মাত্র।