
কয়েক মাস আগে থেকেই চর্চায় ছিল গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজা নাকি ডিভোর্স দিচ্ছেন। তারপরই হঠাৎ সেই বিচ্ছেদের খবরকে ভুয়ো বলে জানিয়ে, গণেশ চতুর্থীতে একসঙ্গে দেখা গিয়েছিল সুনীতা ও গোবিন্দাকে। তবে দুজনের বিচ্ছেদের খবরে কিন্তু ইতি পড়েনি। মাঝে মধ্য়েই প্রকাশ্যে চলে আসে তাঁদের সংসারের অন্দরের গপ্পো। আর সেই গপ্পো সামনে আনেন সুনীতা নিজেই। মাঝে মধ্যেই সুনীতা, নানান সাক্ষাৎকারে গোবিন্দাকে নিয়ে বিস্ফোরক সব উক্তি করে বসেন। ঠিক যেমন এবারটি করলেন।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। গোবিন্দা নাকি এক মারাঠি অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন! আর সেই কারণেই নাকি আলাদা আলাদা বাড়িতে থাকেন গোবিন্দা ও সুনীতা। হ্য়াঁ, এমন কথাই সুনীতা জানিয়েছেন নানা সাক্ষাৎকারে। আর এবার নতুন সাক্ষাৎকারে সুনীতা স্পষ্ট জানালেন, গোবিন্দা ঠিক কেমন স্বামী।
কী বললেন সুনীতা?
সুনীতা বলেন, ”আমার ঘাট হয়েছে। গোবিন্দাকে আগামী জন্ম নয়, সাত জন্মেও ওর মতো সঙ্গী যেন না পাই। অনেক শিক্ষা হয়েছে আমার।” এই সাক্ষাৎকারে সুনীতা আরও বলেন, ”গোবিন্দা নিজের স্ত্রীকে একেবারেই সময় দেন না। ওর কাছে নায়িকারাই সব। সারাক্ষণ শুধুই নায়িকাদের সঙ্গে থাকেন। অনেক ছোটবেলা বিয়ে হয়েছে আমার। তাই ওত কিছু বুঝতাম না। এখন বুঝি। আসলে নায়কের স্ত্রীকে বুকে পাথর রেখে বাঁচতে হয়। এমন দমবন্ধ জীবন আর চাই না। তবে হ্যাঁ, গোবিন্দা স্বামী নয়, সন্তান হিসেবে খুব ভাল। আমি ওকে পরের জন্ম সন্তান হিসেবে চাই।”