প্রয়াত হলেন দীপা চট্টোপাধ্যায়, সৌমিত্রর মৃত্যুর সাড়ে চার মাস পর মৃত্যু স্ত্রীর

হাসপাতাল সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি।

প্রয়াত হলেন দীপা চট্টোপাধ্যায়, সৌমিত্রর মৃত্যুর সাড়ে চার মাস পর মৃত্যু স্ত্রীর
শোকের ছায়া সর্বত্র।
Follow Us:
| Updated on: Apr 04, 2021 | 9:59 AM

সৌমিত্র চট্টোপাধ্যায় প্রয়াত হওয়ার মাত্র সাড়ে চার মাসের মধ্যেই মারা গেলেন স্ত্রী দীপা চট্টোপাধ্যায়। শনিবার রাত তিনটে নাগাদ শহরের এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল ৮২ বছর।

হাসপাতাল সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। ভর্তি করা হয়েছিল হাসপাতালেও। অবশেষে শনিবার কিডনি বিকল হয়েই মারা যান তিনি। আজ, রবিবার কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। প্রসঙ্গত, গত বছর ১৫ নভেম্বর প্রয়াত হন বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তী সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনা সংক্রান্ত জটিলতা থেকে মাল্টিঅর্গান ফেলিওর, ব্রেনডেথ হয়ে মৃত্যু হয় তাঁর। শোকে ভেসেছিল গোটা ইন্ডাস্ট্রি থেকে সাধারণ। এ বার চলে গেলেন স্ত্রী-ও।

বিয়ের দিন।

দীপা চট্টোপাধ্যায় নিজেও একজন প্রসিদ্ধ ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন। বহুবার বাংলায় হয়েও খেলতে দেখা গিয়েছে তাঁকে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফিলোজফিতে স্নাতক দীপার সঙ্গে সৌমিত্রর বিয়ে হয় ১৯৬০ সালের ১৮ এপ্রিল। ভালবেসেই বিয়ে করেছিলেন ওঁরা। সৌমিত্রর মৃত্যুতে মুষড়ে পড়েছিল টলিউড। আজ আরও একবার শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে।